#Pravati Sangbad Digital Desk:
রবিবারের সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা ;শুরু হয়েছে অবিরাম বর্ষণ । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম সহ কলকাতাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এইসব জেলাগুলিতে,আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। জানানো হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৩°। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫°। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯০% আর সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণ 62%। ০. ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ২৪ ঘন্টায়।