Flash News
Tuesday, September 23, 2025

২১শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা কোলকাতা সহ দক্ষিণবঙ্গে

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পেরিয়েছে আষাঢ় মাস, দু দিন আগেই প্রবেশ করেছে শ্রাবণ, কালের হিসাবে বর্ষাকাল, কিন্তু তবুও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই সেই ভাবে। অন্যদিকে দক্ষিণের তুলনায় উত্তরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে বেশি যার কারণে বাড়বে গরম। সেই সাথে আবহাওয়া দপ্তর সূত্রে আরও বলা হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
ভারী বৃষ্টি না হলেও কোলকাতা সহ রাজ্যের আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামী ২১শে জুলাই দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 
অন্যদিকে রাজ্যের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশেও, সেই সাথে আগামী বেশ কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News