চীনা ঋণ - ফাঁদে উগান্ডা, দখল হয়ে যেতে পারে দেশের একমাত্র বিমানবন্দর

banner

journalist Name : Satarupa Karmakar

#Pravati Sangbad Digital Desk:

আবারও চীনা ঋণ নীতির শিকার হতে চলেছে পূর্ব আফ্রিকান এক দেশ উগান্ডা। দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দর, চীনের দখলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ২০১৫ সালে, চীনের রপ্তানি-আমদানি ব্যাঙ্ক (EXIM) উগান্ডাকে ২০৭ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল। ঋণের চুক্তি অনুযায়ী এন্টেবে বিমানবন্দরের উন্নয়নএর জন্য নেওয়া অর্থ সঠিক সময়ে পরিশোধ করতে না পারলে চীন সেই বিমানবন্দর অধিগ্রহণ করবে তা অন্তর্ভুক্ত ছিল। সরকার চীনাদের সাথে এই ঋণের ব্যবস্থা ও চুক্তি সংশোধন করতে ব্যর্থ হয়েছে। যার ফলে ঋণ পরিশোধের অন্যতম সীমাবদ্ধতা, দেশের একমাত্র বিমানবন্দর চীনের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আফ্রিকান মিডিয়ার প্রতিবেদন অনুসারে, চুক্তিতে এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য উগান্ডার সম্পদ সংযুক্ত করা হয়েছিল এবং ঋণের সেই চুক্তি এর মধ্যস্থতা করার সময় চীনা ঋণদাতাদের দ্বারা দেশের সম্পদ দখলে নেওয়ার জন্য সম্মত হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি ঋণ চুক্তির ক্ষতিকর শর্তাদি নিয়ে পুনরায় আলোচনার আশায় একটি প্রতিনিধি দল বেইজিংয়ে পাঠিয়েছিলেন কিন্তু সফরটি নিষ্ফল হয়। চীনা কর্তৃপক্ষ চুক্তির প্রাথমিক শর্ত গুলিতে কোনও পরিবর্তন অনুমোদন করতে অস্বীকার করে।

১৭ই নভেম্বর, ২০১৫-এ, অর্থ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী উগান্ডা সরকার, রপ্তানি-আমদানি ব্যাংক অফ চায়না (এক্সিম ব্যাংক) এর সাথে ২০৭ মিলিয়ন মার্কিন ডলার ধার দেওয়ার জন্য ২% হারে একটি চুক্তি স্বাক্ষর করে, ২০-বছর এর মেয়াদ এবং সাত বছরের গ্রেস পিরিয়ড সহ। ঋণ পরিশোধ করতে না পারায় উগান্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিকে চীনের কাছে "সমর্পণ" করতে হবে। অর্থায়ন চুক্তির কিছু শর্তাবলী, উগান্ডা সিভিল এভিয়েশন অথরিটি (UCAA) অনুসারে, এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য উগান্ডার সম্পদ বেইজিং-এ খতিয়ে দেখার পর চীনা ঋণদাতাদের দ্বারা তাদের আয়ত্তে নেওয়া হবে। ঋণের বিপজ্জনক শর্তগুলি সংশোধন করার জন্য উগান্ডার অনুরোধ চীন প্রত্যাখ্যান করে, উগান্ডার রাষ্ট্রপতি ইওওয়েরি মুসেভেনির প্রশাসনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।


উগান্ডার ডেইলি মনিটরের মতে, উগান্ডার সরকার ঋণ নেওয়ার জন্য যে চুক্তি করেছিল তাতে আন্তর্জাতিক সুরক্ষা ছাড়াই এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দরকে অধিগ্রহণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। উগান্ডার অর্থমন্ত্রী, মাতিয়া কাসাইজা, গত সপ্তাহে পার্লামেন্টে ২০৭ মিলিয়ন ডলারের ঋণের "ভুল ব্যবস্থাপনার" জন্য ক্ষমা চেয়েছেন। এমন ভুলের ফলে উগান্ডার ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন জাগছে দেশবাসীর মনে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদেশ অন্যান্য
Related News