Flash News
Tuesday, September 23, 2025

আইএসআইয়ের (ISI) হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন বলে দাবি করল পাক কলামনিস্ট নুসরত মির্জা

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

২০০৭ থেকে ২০১০ সালে মধ্যে ভারত সফরকালে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ISI) হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন বলে দাবি করলেন পাক সাংবাদিক নুসরত মির্জা। পাক সাংবাদিকের এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে ।
নয়াদিল্লির বহু দিনের দাবি,ভারতের আভ্যন্তরীণ বিষয়ে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) নাক গলাচ্ছে। পাক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আনা হয়েছে চরবৃত্তির অভিযোগও। এখন প্রকাশ্যে এল এই চরবৃত্তির কাজে সাংবাদিকদেরও ব্যবহার করা হয়েছে এবং তা স্বীকার করেছেন পাক কলামনিস্ট নুসরত মির্জা।
২০০৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে বেশ কয়েকবার ভারতে এসেছিলেন মির্জা। সেই সময় পাক গোয়েন্দা সংস্থার হয়ে চরবৃত্তি করেছিলেন বলে জানিয়েছেন তিনি। কী ভাবে তিনি তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তা একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে জানিয়েছেন পাক কলামনিস্ট (Pakistani Journalist Nusrat Mirza)। গুপ্তচরবৃত্তি নিয়ে কোনোরকম আফশোষ নেই বলে জানিয়েছেন ওই পাক সাংবাদিক এবং এ জন্য গর্বপ্রকাশও করেছেন।
ভারত সফরের বর্ণনা দিতে গিয়ে পাক কলামনিস্ট মির্জা আরও বলেন পাঁচবার ভারতে এসেছিলেন তিনি। দিল্লি ছাড়াও বেঙ্গালুরু, চেন্নাই, পাটনা এবং কলকাতায় গিয়েছিলেন তিনি। মির্জা ঘোর ভারত বিদ্বেষী ছিলেন বলে জানা গিয়েছে। বিভিন্ন সময়ে ভারত সরকারের নীতির কড়া সমালোচনাও করেছিলেন তিনি। পাকিস্তানে ভারতের বিরুদ্ধে বহু জনসভাও সংগঠিত করেছিলেন।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে , ২০০৯ সালের ২৭ অক্টোবর নয়াদিল্লির ওবেরয় হোটেলে 'ইন্টারন্যাশনাল কনফারেন্স এগেইনস্ট টেররিজম' - এ যোগ দিয়েছিলেন নুসরত। সেই আলোচনা সভায় তিনি ছাড়াও হাজির ছিলেন পাক লেখক আহমেদ বুখারি, দিল্লি জামে মসজিদের শাহী ইমান ইয়াহিয়া বুখারি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এবং ইউপিএ সরকারের মন্ত্রী গুলাম নবি আজাদও। অতিথির তালিকায় ছিলেন মধু কিশওয়ারও। সেই সময় পাক কলামনিস্ট গুপ্তচর বৃত্তি করেছিলেন বলে দাবি করছে সংবাদমাধ্যমটি। আর এ জন্য পাক পররাষ্ট্র মন্ত্রক থেকে একাধিক সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন মির্জা।
বর্তমানে আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। এই পরিস্থিতেত ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে সম্পর্ক সুদৃঢ় করতে ইচ্ছাপ্রকাশ করেছেন পাক বিদেশমন্ত্রী। ভারতও আগ্রহী প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে। কিন্তু, তার মধ্যে পাক সাংবাদিকের কীর্তি ফাঁস হওয়ায়, সেই উদ্যোগে জল ঢালা হল বলে মনে করা হচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব নাশকতা
Related News