ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা ?
ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুল্ক সংক্রান্ত সমস্যা মিটে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী নাগেশ্বরণ বলেছেন, ‘তলায় তলায় দুই দেশের সরকারের মধ্যে কথা চলছে।’
আগামী ৮-১০ সপ্তাহের মধ্যে ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক সংক্রান্ত টানাপড়েন মিটে যেতে পারে। তিনি আরও জানিয়েছেন, নভেম্বরের মধ্যে ভারতের উপর চাপানো ২৫% পেনাল্টি ট্যারিফ তুলে নিতে পারে ভারত। তবে এই বিষয়টি তিনি একেবারেই ব্যক্তিগত বিশ্লেষণ থেকে বলছেন বলেও স্পষ্ট করে দিয়েছেন।
আমেরিকা ভারতের উপর থেকে ২৫% পেনাল্টি তুলে নিতে পারে। তাছাড়া, যে রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো হয়েছিল, সেখানেও ২৫% থেকে কমিয়ে ১০-১৫% নামানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। চশমা ছাড়াই চোখের আই ড্রপেই স্পষ্ট দেখা যাবে
গত মঙ্গলবার দিল্লিতে ভারত এবং আমেরিকা বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকের পরে প্রথম এমন কোনও বক্তব্য এল কেন্দ্রের তরফে। বস্তুত, মঙ্গলবারের বৈঠকের পরে ভারত এবং আমেরিকা, দু’পক্ষই জানিয়েছিল বৈঠক ইতিবাচক হয়েছে। তবে বিস্তারিত কোনও মন্তব্য করেনি কোনও পক্ষই। এ অবস্থায় ভারতের মুখ্য আর্থিক উপদেষ্টার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী কলকাতায় ফোর্ট উইলিয়ামে সেনার সঙ্গে বৈঠক
তবে সম্প্রতি ভারত প্রসঙ্গে সুর নরম করেন ট্রাম্প। ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা আদৌ সহজ ছিল না। শুল্কের জন্য যে ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে, তা-ও মেনে নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি এ-ও জানিয়েছিলেন, বাণিজ্যের প্রতিবন্ধকতা কাটানোর জন্য তাঁর প্রশাসন ভারতের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তিনি নিজেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান, সে কথাও জানিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজমাধ্যমে লেখেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং দুই দেশের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে উপলব্ধি করতে পারছি। তার প্রতিদানও দেওয়ার চেষ্টা করব।’’ বিমান ছিনতাই করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলার স্বামী