Flash News
Monday, September 22, 2025

বাড়ল বন্দে-ভারত এক্সপ্রেসের সংখ্যা

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আগস্ট মাসটি। কারণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে,আগস্টে চালু করা হবে বন্দে ভারত-এর  উন্নততর সংস্করণ।
কম সময় ও ভ্রমণে সুবিধার জন্য রেল যাত্রীদের কাছে এই ট্রেনটি খুবই পছন্দের। ভারতীয় রেল ২০২৩ সালের ১৫ আগস্ট-এর মধ্যে ৭৫টি উচ্চ-গতির বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। প্রসঙ্গত
বর্তমানে,মাত্র দুটি বন্দে ভারত ট্রেন চলে যথাক্রমে নয়াদিল্লি থেকে কাটরা এবং নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত।
গান্ধীনগরে অবস্থিত ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটে (EDII) এই বিষয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর কথায়, বন্দে ভারত এক্সপ্রেসের দুটি আপগ্রেডেড সংস্করণ আসবে। দ্বিতীয় আপগ্রেডেড সংস্করণটি পরের মাসের মধ্যে ট্র্যাকে আসবে অর্থাৎ আগস্ট ২০২২-এর মধ্যে তৃতীয় আপগ্রেডেড সংস্করণ আসতে একটু বেশি সময় লাগবে।
রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, আপগ্রেডেড ভার্শন উন্নত হবে বর্তমান ট্রেনের তুলনায়। বর্তমানে বন্দে ভারত-এর সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার/ঘণ্টা ,সেখানে দ্বিতীয় সংস্করণের সর্বোচ্চ গতি হবে ১৮০ কিলোমিটার/ঘণ্টা এবং তৃতীয় সংস্করণটি চলবে ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে; খূব কম সময়ে এবং অধিক দ্রুতিতে চলবে এই দুটি ট্রেন।
এও জানা যাচ্ছে,যেহেতু সরকার ১৫ আগস্ট,২০২৩ এর মধ্যে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে,তাই ২০২২ সালের আগস্ট থেকে প্রতি মাসে বন্দে ভারত ট্রেন আনা হবে পাঁচ থেকে ছয়টি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক এই প্রকল্পের লক্ষ্য নির্ধারণ করা হয় ২০২১ সালের স্বাধীনতা দিবসে । খুব শীঘ্রই  ইন্টারসিটি,শতাব্দী, জন-শতাব্দীর পরিবর্তে বন্দে-ভারতের রুট চালু করা হবে ; বন্দে-ভারতে বর্তমানের ট্রেনগুলিতে ব্যাবহৃত ধাতব সাসপেনশন স্প্রিং এর বদলে এয়ার স্প্রিং ব্যাবহার করা হবে এবং আরও অনেক অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ পরিবহন
Related News