Flash News
Monday, September 22, 2025

বদলেছে আমেরিকা দূতাবাসের ঠিকানা

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

আমেরিকা রীতিমতো পড়েছে বিড়ম্বনায়; পুতিন প্রশাসন বদলে দিয়েছে আমেরিকা দূতাবাসের ঠিকানা। ইউক্রেনের রুশ পন্থী  বিছিন্নতাবাদী অংশের নামে নামকরণ করা হয়েছে  আমেরিকার দূতাবাস সংলগ্ন এলাকাটির। তাই বিকল্প পথ অবলম্বন করেছে আমেরিকাও। তাদের ওয়েবসাইটে ঠিকানা লিখেছেন ৫৫,৭৫৫৬৬ উত্তর, ৩৭,৫৮০২৪ পূর্ব।
আমেরিকার  দূতাবাস অবস্থিত তার ঠিকানা  ১ ডোনেৎস্ক  পিপলস  রিপাবলিক স্কোয়ার জুন মাসে ঘোষণা করে মস্কো। উল্লেখ্য, ইউক্রেনে অভিযানের আগে , ইউক্রেনের পূর্বাংশের  বিছিন্ন অংশকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক
Related News