Flash News
  1. ফের দিল্লিতে বিস্ফোরণ ! দিল্লি সহ চার জায়গায় বিস্ফোরণের ছক ছিল
Saturday, November 15, 2025

কোভিড পর্ব পেরিয়ে শুরু হল অমরনাথ যাত্রা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

অমরনাথ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হিমশীতল দুগ্ধবর্ণের মহা শিবলিঙ্গের অবয়ব। এটি একটি পবিত্র হিন্দু গুহা যা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। লিডার উপত্যকায় অবস্থিত এই গুহাটি বছরের অধিকাংশ সময়ে তুষারাবৃত থাকে শুধুমাত্র গ্রীষ্মকালে কিছু সময়ের জন্য় দর্শনার্থীরা ভগবানের দর্শন পায়। এই সময়ে লক্ষ্যাধিক দর্শনার্থী অমরনাথ মন্দিরে পুন্য অর্জনের জন্য আসেন। প্রসঙ্গত ৩৭৩ ধারা তুলে নেওয়ার পরে জম্মু ও কাশ্মীরে প্রথম অমরনাথ যাত্রা। যার কারনে,  জঙ্গি হামলার আশঙ্কা থাকায় জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গেই সেনা, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ এবং অন্য আধাসামরিক বাহিনী দিয়ে পুরো  গোড়া থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত ৮০ হাজার জওয়ানকে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র নিরাপত্তা নয়, এইবছর প্রত্যেক যাত্রীকে ট্র্যাক করার ব্যাবস্থা নেওয়া হয়েছে,এবং প্রত্যেক তীর্থযাত্রীকে রেডিও ফ্রিকয়েন্সি ট্যাগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের তরফ থেকে ড্রোন ব্যাবহার করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত পরিষেবা থাকবে যাত্রীদের জন্য। সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার পহলগাম ও বালতাল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছে একটি ব্যাচ। গত বুধবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে এক দল যাত্রা শুরু করেছে। এই বছরে অমরনাথ যাত্রা ১৩ অগস্ট শেষ হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন
Related News