২ বছর কারাবাসের দণ্ড পেলেন অভিনেতা রাজ বব্বর

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

 ১৯৯৬ সালে লখনউ লোকসভা নির্বাচনে সরকারি আধিকারিকে শারীরিক নিগ্রহ এবং অপমানের মামলায় বৃহস্পতিবার লখনউের বিশেষ আদালত বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাবাসের রায় দেয়। প্রসঙ্গত ১৯৯৬ সালের ২রা মে লোকসভা ভোটে সমাজবাদী পার্টির হয়ে দাঁড়ান। তৎকালীন পোলিং অফিসার কৃষ্ণ সিং রানা অভিযোগ আনেন, বব্বর এবং তাঁর পার্টির লোক ভোট চলাকালীন বুথে ঢুকে তাঁর কাজে বাঁধা দেওয়ার সাথে শারীরিক নিগ্রহ এবং অপমান করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করা হয় এবং ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৫৩, ৫০৪, ৩২৩, ১৮৮ ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার নিষ্পত্তি বৃহস্পতিবার হল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News