Flash News
Monday, September 22, 2025

চীনের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি “লড় কি – ড্রাগন গার্ল”

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ভারতে চলচ্চিত্রের সূচনা হয়েছিল ১৯১৩ সালে দাদা সাহেব ফলকের হাত ধরে। তার পরিচালনায় ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মুক্তি পেয়েছিল বিভিন্ন প্রেক্ষাগৃহে , যদিও সেই সিনেমাটি ছিল নির্বাক। এর পরে অনেক পরিবর্তন এসেছে, চলচ্চিত্র জগৎ নির্বাক থেকে সবাক হয়েছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে প্রযুক্তি, চলচ্চিত্রের মানও পরিবর্তিত হয়েছে। এখন ভারতীয় সিনেমা বিদেশেও দেখানো হয়, সেই তালিকাই বাংলা হিন্দি তামিল অনেক ধরনের ছবিই আছে। তবে এবার এই প্রথম কোনো ভারতীয় ছবি মুক্তি পেতে চলেছে চীনের প্রেক্ষাগৃহে।
সম্প্রতি জানা গিয়েছে পরিচালক রামগোপাল বর্মার ছবি লড়কি-দ্য ড্রাগন গার্ল, মুক্তি পাবে ১৩ জুলাই দক্ষিণ ভারতের প্রেক্ষাগৃহে, সেই সাথে মুক্তি পাবে চীনের প্রেক্ষাগৃহেও, একটি দুটি নয় মোট ৪০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দক্ষিণী ভাষার এই সিনেমা। সেই সাথে দেশে হিন্দি তামিল তেলেগু ভাষাতেও মুক্তি পাবে তার পরিচালিত সিনেমা। এদিন রামগোপাল বর্মা জানান, “ ব্রুস লির ভক্ত ছোটবেলা থেকেই, তাই এর থেকে বড় পাওয়ার আর কিছু থাকতে পারে না জীবনে”। সেই সাথে ছবির নায়িকা পূজা ভালকার এর সাথে কাজ করার অভিজ্ঞতা এবং চিনে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News