#Pravati Sangbad Digital Desk:
এবার এয়ারপোর্ট থেকে সোজা চলে যাওয়া যাবে হাওড়া স্টেশন। মাত্র ১ ঘণ্টায় এসি বাসের এই যাত্রার ভাড়া ১০০ টাকা।
দিনে ২টো বাস চলবে এই রুটে। স্টপেজ শুধুমাত্র এসপ্ল্যানেড। এই বাসটি ডেডিকেটেড হাওড়া শাটল। মাঝে কোনও যাত্রী ওঠানামা করতে পারবেন না। যদি কোনো যাত্রীর প্রয়োজন থাকে, বাস ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেড L ২০ বাস স্ট্যান্ড এর সামনে দাঁড়াবে। বিমানবন্দরে নামা এবং বিমানবন্দর যেতে চাওয়া যাত্রীদের জন্য আজ থেকে চালু হল WBTCর দুটি বাতানুকূল শাটল বাস। ASS1 নামে এই বাস মাঝে কোথাও থামবে না। এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালি-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদীবাগ হয়ে হাওড়া স্টেশন। ফেরার পথও এক।
এদিন এই ওয়ান স্টপ ই-বাসের উদ্বোধনের পর পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এই বাস পরিষেবা বিগত প্রায় ৩০ বছর ধরে বন্ধ ছিল। আমাদের ছেলেবেলায় দেখতাম গ্র্যান্ড হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস পরিষেবা ছিল। তাই আমি রাজ্য পরিবহণ নিগমের ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করেছি, পুনরায় এই রুটে বাস চালু করতে।" ফিরহাদ হাকিম বলেন, "এই বাসগুলি ইলেকট্রিক এবং ওয়ান স্টপ পরিষেবা দেবে। অর্থাৎ এয়ারপোর্ট থেকে হাওড়াগামী বাসগুলি কেবলমাত্র থামবে এসপ্ল্যানেডে। এই রুটের যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। অতি অল্প সময়ের মধ্যেই সোজা এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ।" অন্যদিকে শিলিগুড়ি কাঠমাণ্ডু বাস পরিষেবাও চালু হচ্ছে বুধবার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এই বাস সার্ভিস শুরু করছে। এই পথে যাত্রা করলে ভাড়া গুনতে হবে দেড় হাজার টাকা। অন্যদিকে এরাজ্য থেকে সিকিমেও বাস পরিষেবা চালু করেছে পরিবহণ দফতর।