Flash News
Monday, September 22, 2025

অ্যাম্বাসেডরের পর হিন্দুস্তান মোটরসের নয়া উদ্যোগ ইলেকট্রিক গাড়ি

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

এককালে অ্যাম্বাসেডর এক বিশাল নজির গড়েছিল সারাদেশে, বলা চলে নিজেকে ব্র্যান্ড হিসেবে স্থাপন করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে অনেক রকম অত্যাধুনিক গাড়ি বাজারে এসে গেলেও অ্যাম্বাসেডরের জায়গা কিন্তু সেই জায়গাতেই আছে। কিন্তু কোথা থেকে উৎপত্তি এই অ্যাম্বাসেডরের সেই কথা বলতেই উঠে আসে হিন্দুস্তান মোটরস এর নাম। জানা গেছে ইউরোপের এক সংস্থার সাথে হিন্দুস্তান মোটরস দ্বৈত পরিকল্পনায় বাজারে আনতে চলেছে ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি হিন্দুস্তান মোটরস এর উত্তরপাড়ার কারখানাটি নবরূপে নির্মিত হবে বলে জানিয়েছেন অটোমোবাইল সংস্থার ডিরেক্টর।২০১৪ সালে কার্যত অ্যাম্বাসেডরের চাহিদা কমে যাওয়ায় প্লান্টটি বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময়েই অ্যাম্বাসেডের ব্র্যান্ডকে এক ফরাসি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছিল হিন্দুস্তান মোটরস। এছাড়াও কন্টেসা ব্র্যান্ডও বিক্রি করে দিয়েছিল।

এইবার ইলেকট্রিক স্কুটি দিয়ে শুরু করে ইলেকট্রিকের ফোর হুইলার পর্যন্ত বানানোর বদ্ধ পরিকল্পনায় বাজারে নামতে চলেছে হিন্দুস্তান মোটর। হিন্দুস্তান মোটরসের ডিরেক্টর উত্তম বোস ইঙ্গিত দিয়েছেন  খুব  শীঘ্রই হয়তো নতুন অর্থবর্ষে শেষের দিকেই হিন্দুস্তান মোটরস নির্মিত টু হুইলার বাজারে চলে আসবে। ইলেকট্রিক স্ক্রুটার এর চাহিদা যেহেতু উত্তরোত্তর বেড়েই চলেছে ভবিষ্যতে যেখানে শুধুমাত্র ইলেকট্রিক স্কুটারকেই বাস্তবায়িত করার পরিকল্পনায় আছে সরকার এখানে বলাই চলে এখন এটিরই বাজার। অন্যান্য ভেহিকেল সংস্থার থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে হিন্দুস্তান মোটরস। বলা চলে বেশ দেরিতে ইলেকট্রিক স্কুটার তারা বাজারে আনতে চলেছে। তাই যথাসম্ভব দ্রুততার সাথে এই অটোমোবাইল সংস্থা নির্মাণ কাজ শেষ করে বাজারের লঞ্চ করবে স্কুটার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News