Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

মন্ত্রীবৃন্দের পরপর ইস্তফা ,অবশেষে প্রধানমন্ত্রী পদ ছাড়তে চলেছেন বরিস জনসনও

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk:

মন্ত্রীসভার মন্ত্রীদের পরস্পর ইস্তফার পর এবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন যুক্তরাজ্যের বর্তমান উক্ত-পদাধিকারী বরিস জনসন। বিবিসির রাজনৈতিক সম্পাদক ক্রিস ম্যাসন জানিয়েছেন ‘টোরি’ গোষ্ঠীর নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক নেতা হিসেবে কার্যনির্বাহ করবেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল ;বরিস এর মন্ত্রীসভা থেকে পরস্পর ইস্তফা দিয়েছেন অনেক মন্ত্রীই যার মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হল অর্থমন্ত্রী 
ঋষি সুনক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এমনকি ২০১৯ এর নির্বাচনের ফলাফল কে প্রামাণ্য হিসেবে দেখিয়ে এবং পদত্যাগের বিরুদ্ধে বরিসের আত্মপক্ষ সমর্থনও বিশেষ ফলপ্রসূ হয়নি যার আরও হতাশাব্যাঞ্জক পরিণতি হয় আরও পাঁচজন মন্ত্রীর ইস্তফা। পরিস্থিতি ঘোরালো হয় আরও, যখন নতুন অর্থমন্ত্রী নাধিম জাহাউয়ি তাঁকে সরে যাওয়ার আর্জি জানান । তবে বরিসের ইস্তফার সপক্ষে কফিনে  শেষ পেরেকটি পুঁতল নতুন শিক্ষামন্ত্রী ডোনেলানের প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ। বিশেষ সূত্রে খবর, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বরিসের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন টোরি গোষ্ঠীর সমর্থকরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক আন্তর্জাতিক
Related News