#Pravati Sangbad Digital Desk:
আলফানসো, বিশ্বের অন্যতম একটি দামী আম যার নাম প্রায় সর্বজনবিদিত। তবে বেশ দামি এই আমকেও পাল্লা দিতে বাজারে হাজির হয়েছে আর একটি আম, যার নাম মিয়াজাকি। এই আম জাপানের।দেখতে যেমন সুন্দর,তেমনই এর দাম;সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা বিশ্বের সবচেয়ে দামি আমের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। জাপানে এর ফলন ভালো হলেও, ভারতে মিয়াজাকি আম পাওয়া বেশ দুর্লভ ব্যাপার। তবে মধ্যপ্রদেশের এক ব্যক্তি এই মিয়াজাকি আমের ফলন করেছেন। এবং তা পাহারা দেওয়ার জন্য বন্দোবস্ত করেছেন, ৬টি জার্মান শেফার্ড কুকুর ও তিনজন নিরাপত্তারক্ষীর।কড়া নজর দেওয়া হয়েছে মিয়াজাকি আমের উপরে।
মধ্যপ্রদেশের এক চাষি পরিবার এই মিয়াজাকি আম ফলিয়েছেন। আর তা পাহারা দেওয়ার জন্য এই কঠোর ব্যবস্থা নিয়েছেন। এই জাপানি আমকে বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে চিহ্নিত করার কারণ রয়েছে। এক কেজি মিয়াজাকি আমের দাম ২.৭ লক্ষ টাকা,এমনটাই জানা গিয়েছে। তবে দুটো গাছে এই দুর্মূল্য আম ফলিয়েছেন মধ্যপ্রদেশের ওই কৃষক। এলাহি ভঙ্গিতেই পাহারাদারি চলছে সেই আমের।তা নিয়েই ট্যুইট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। অনেকসময়েই তাঁর ট্যুইটে চমক দেওয়ার মতো বিভিন্ন তথ্য থাকে। সেই মতো এবারেও ট্যুইটে নজর কেড়েছে জাপানের আম মিয়াজাকি। একেবারে চুনীর মতো রং এই আমের।
গত বছর বিশ্বের সবচেয়ে দামি ফল ছিল এই মিয়াজাকি আম। প্রতি কেজিতে দাম উঠেছিল ২.৭০ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু প্রশ্ন একটাই,এই দুর্মূল্য আমের খোঁজ পেলেন কীভাবে মধ্যপ্রদেশের চাষি?সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর,একবার চেন্নাইয়ে নিজের বাগানের জন্য গাছের চারা কিনতে গিয়েছিলেন সেই চাষি। আর ট্রেন সফরের সময় এক ব্যক্তির থেকে মিয়াজাকি আমের চারাগাছ পেয়েছিলেন মধ্যপ্রদেশের ওই চাষি।তবে এই গাছে যে চুনী পাথরের রঙের আমের ফলন হবে তা কোনোমতেই টের পাননি তিনি।গাছে ফল আসার পরেই এই অবিশ্বাস্য ব্যাপার ঘটে যাওয়ায় অবাক হন তাঁরা।