Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখরের : ‘শুধু মুখ্যমন্ত্রী একা নন, আমরাও কৃষক পরিবারের ছেলে।’ মন্তব্য নিলাদ্রীর।

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

বাঁকুড়া : শুক্রবার বাঁকুড়ার এক নম্বর ব্লকের গোড়াবাড়ি এলাকায় মাঠে নেমে চাষিদের সঙ্গে একসঙ্গে ট্রাক্টর চালাতে দেখা যায় এলাকার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখরকে। নিজ হাতে ট্রাক্টর চালিয়ে জমি কর্ষণও করেন তিনি।একইসঙ্গে তিনি বলেন ‘শুধু মুখ্যমন্ত্রী একা নন, আমরাও কৃষক পরিবারের ছেলে।’
দুর্গাপুরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে নিজের পূর্ব জীবনের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন যে, “তোমরা কি জানো? আমি ধান পুঁততে পারি, ধান কাটতেও পারি।” এছাড়াও তিনি ছোটবেলায় মামার বাড়ি গিয়ে কীভাবে ধান কাটা শিখেছিলেন তাও বলেছিলেন জনগণকে।তিনি বলেছিলেন, “মামার বাড়িতে গিয়ে আমি নিজে হাত ধান বুনেছি ও কেটেছি। অনেকের থেকে আমি সেই কাজ ভালো পারি।” 
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নানা ধরনের চর্চা।এবার একেবারে মাঠে নেমে ট্রাক্টর চালিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। এদিন আচমকাই মাঠে নেমে হাতে স্টিয়ারিং ধরে ট্রাক্টর চালাতে শুরু করেন তিনি। ধান বীজ কীভাবে তুলতে হয় তাও নিজ হাতে করে দেখান চাষিদের। বেশ কিছুক্ষণ জমিতে কাজ করার পর এলাকার চাষিদের সঙ্গে কথাও বলেন। 
মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিতে গিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী একা নন বিজেপির বহু বিধায়ক রয়েছেন যারা কৃষক পরিবার থেকে উঠে এসেছেন। বিজেপি তাঁদেরই প্রার্থী করে যারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে জানে।” এদিন কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধেও আওয়াজ তোলেন নীলাদ্রি।  
তবে বিজেপি বিধায়কের এরূপ কর্মকাণ্ডের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়েই ট্রাক্টর চালাতে বাধ্য হয়েছেন বিজেপি বিধায়ক।বাঁকুড়ায় তৃণমূলের সহ সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী কৃষক দরদী, তাই উপায় না দেখে বিজেপি বিধায়ক চাষের জমিতে নেমে পড়েছেন। একইসঙ্গে নিলাদ্রীর তোলা রাজ্যের কৃষকদের প্রতি বঞ্চনার কথাও মানতে চায়নি রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা।
সবমিলিয়ে আবারও রাজনৈতিক ক্ষেত্রে দেখা দিয়েছে নতুন শোরগোল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News