Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

আবারও বিদেশের মাটিতে ভারতের সাফল্য, কানাডার জাতীয় সন্মানে সম্মানিত দুই ভারতীয় গবেষক

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

এর আগে অনেক ভারতীয় বিদেশ বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন, চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে অন্যান্য পেশার সাথে যুক্ত মানুষরাও বিভিন্ন সময় বিদেশি সন্মান পেয়েছেন। তবে এবার কানাডার সর্বোচ্চ জাতীয় সন্মানে সম্মানিত হলেন দুই ভারতীয় বংশোদ্ভূত। জানা গিয়েছে মানবকল্যাণমূলক গবেষণার জন্য অধ্যাপক অজয় আগরওয়াল এবং অধ্যাপক পরমিন্দর রায়না কানাডার সর্বোচ্চ জাতীয় সন্মান দ্যা অর্ডার অফ কানাডা সন্মান পেয়েছেন। জানা যায় ১৯৬৭ সাল থেকে প্রতি বছর কানাডা সরকার তাদের এই সর্বোচ্চ জাতীয় সন্মান প্রদান করেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে, যার সূচনা করেছিলেন কানাডার রাণী দ্বিতীয় এলিজাবেথ, তার পর থেকেই প্রতি বছর কানাডা সরকার তাদের এই জাতীয় পুরস্কারটি দিয়ে আসছে।
সম্প্রতি জানা গিয়েছে ভারতের দুই বংশোদ্ভূতের  হতে তারা তাদের এই সন্মান তুলে দিয়েছেন, প্রথম জন অর্থাৎ অধ্যাপক অজয় আগরওয়ালকে শিক্ষার বিস্তারে তার উদ্যোগকে সন্মান জানতে দেওয়া হয়েছে, অন্য দিকে অধ্যাপক পরমিন্দর রায়না বয়স্ক মানুষদের কল্যাণ মূলক প্রকল্পের উন্নয়নের প্রকল্প বাস্তবায়িত করার জন্য এই পুরস্কার পেয়েছেন।
এদিন সে দেশের গভর্নর জেনারেল তাদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন, কানাডার গভর্নর জেনারেল ম্যারি সাইমান এর দপ্তর থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে এই দুই ভারতীয় গবেষক ছাড়াও আরও ৮৩ জনের নাম ছিল, তাদের সকলকেই এদিন দ্যা অর্ডার অফ কানাডা সম্মানে সম্মানিত করা হয়েছে। দুই ভারতীয় বংশদূতের সম্মানে গর্বিত সকল ভারত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক