Flash News
    No Flash News Today..!!
Monday, September 29, 2025

17 টি সংস্থায় চাকরির সুযোগ; মোটা টাকার বেতন অরিজিৎ - এর

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

এই অতি মারি সঙ্কটের সময় কাজ হারিয়েছেন বহু মানুষ;ঠিক তখনই এক একটি নয় মোট সতেরোটি সংস্থায় চাকরি পেলেন  হুগলির অরিজিৎ। কঠোর পরিশ্রম এবং উপযুক্ত প্রশিক্ষণ চাকরি পাওয়ার পথে সহায় হয়েছে  বলে জানান।
চঅরিজিৎ চৌধুরী হুগলীর ঘোষপাড়ার বাসিন্দা এবং স্থানীয় একটি বেসরকারী কলেজের ছাত্র।  অতিমারি সঙ্কটে অনলাইন পরীক্ষা গ্ৰহণের মাধ্যমে অংশগ্রহণ করে মোট 17 টি সংস্থায়  চাকরির প্রস্তাব পায়।
অরিজিৎ জানান কম্পিউটারের মূল বিষয় হল প্রোগ্রামিং যেটা ভালো করে রপ্ত করার সৌভাগ্য হয়েছে। প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ অনুশীলনের জন্যই বহুজাতিক সংস্থার পরীক্ষায় ক্র্যাক করতে সাহায্য করেছে। যে সব সংস্থা থেকে চাকরির সুযোগ পেয়েছেন তা হল উইপ্রো, টি সি এস, ইনফোসিস, অ্যাকসেনচার, বাইজুস এর মতো আর অনেক সংস্থা থেকে। অরিজিৎ জানান চুঁচুড়ার ওই কলেজের আর ও অনেক ছাত্র ওই সংস্থা থেকে চাকরি পেয়েছে।
উল্লেখ্য  সম্প্রতি  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের  ছাত্র বিশাখ মণ্ডল বার্ষিক দু কোটি টাকার চাকরি শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। এবার অরিজিৎ এর চাকরি পাওয়ার ঘটনা সাড়া পড়ে গেছে রাজ্যে।
টচুঁচুড়া বেসরকারি কলেজের অধ্যক্ষ  স্মিতধী বন্দোপাধ্যায় বলেন, " করোনায় অনেকের চাকরি চলে গেছে ঠিক। তবে আমাদের কলেজের পড়ুয়াদের কাছে ভালো চাকরির সুযোগ এসেছে। কলেজ বন্ধ থাকলেও, অনলাইন পড়াশোনা চালু ছিল। প্রাকটিক্যাল ও ঠিকঠাক হয়েছে। সেই প্রশিক্ষণই  চাকরি পাওয়ার কাজে লেগেছে। "

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি প্রযুক্তি
Related News