Flash News
    No Flash News Today..!!
Sunday, January 11, 2026

বিকল জেনারেটর, মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে কলেজের পরীক্ষা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

মোবাইলের টর্চ জ্বেলে কলেজের প্রথম বর্ষের পরীক্ষা। ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরে। যা দেখে হতবাক শিক্ষামহল থেকে পড়ুয়া সকলেই। গত বুধবার মুঙ্গের এর এক কলেজে বিএ প্রথম বর্ষের ইতিহাস পরীক্ষা চলছিল, প্রথম দিকে ভালো ভাবেই হলে নিজের নিজের জায়গাই বসে পরীক্ষা দিচ্ছিলেন পড়ুয়ারা, কিন্তু মাঝ পথেই বিপত্তি। হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাট, তখনই কলেজ কর্তৃপক্ষ নির্দেশ দেয় মোবাইলের টর্চ জ্বেলে পরীক্ষা দিতে হবে। সাধারণ সব কলেজেই বিদ্যুৎ বিভ্রাট হলে কলেজের জেনারেটর চালানো হয়, এ ক্ষেত্রেও তার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিকল হয়ে পড়েছিল জেনারেটর যার ফলে বিদ্যুৎ সংযোগ হয়নি। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে পরীক্ষা হলে কিভাবে মোবাইল গ্রাহ্য করা হলো, যার উত্তরে নিরব থেকেছে কলেজ কর্তৃপক্ষ।
মুঙ্গের বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক রাম আশীষ বাবু জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে এই ব্যবস্থা খুবই লজ্জা জনক। পাশাপশি পরীক্ষার্থীদের দাবি, প্রথম দিকে অবস্থা ভালোই ছিল আমরা ভালো ভাবেই পরীক্ষা দিচ্ছিলাম কিন্তু মাঝ পথে দুর্যোগের কারণে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় তখন আমাদের বলা হয় মোবাইলের লাইট দিয়ে পরীক্ষা সম্পন্ন করতে, কিন্তু এক হাতে মোবাইল অন্য হতে পরীক্ষার উত্তর লেখা খুবই কষ্টকর ব্যাপার।
অন্য দিকে কলেজের এক আধিকারিক সঞ্জীব ভারতী জানিয়েছেন, আমাদের কিছু করার ছিল না, কলেজে জেনারেটর থাকলেও তা বিকল হয়ে ছিল, কিন্তু মাঝ পথে কলেজের পরীক্ষা বন্ধ করাও যেত না তাই বাধ্য হয়েই আমাদের এই রকম ব্যবস্থা নিতে হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News