Flash News
  1. ফের দিল্লিতে বিস্ফোরণ ! দিল্লি সহ চার জায়গায় বিস্ফোরণের ছক ছিল
Friday, November 14, 2025

অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে পায়ু নালির শিরা ছিঁড়ে মৃত্যু মহিলার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

দেশের প্রতিটি প্রান্তে রয়েছে সরকারি হাসপাতাল, কিন্তু অনেকেই সরকারি হাসপাতালে চিকিৎসা করতে চান না। বরং বেশি টাকা দিয়ে চিকিৎসা করান বেসরকারি হাসপাতাল গুলিতে, অনেক সময় গুনতে হয় বড় টাকার অংক। তবে প্রায় আমরা দেখতে পাই বিভিন্ন বেসরকারি হাসপাতালের নিসংশ রূপ, উন্নত মানের চিকিৎসা হলেও টাকার হিসাব ঠিক ভাবে পাওয়া যায় না। অনেক সময় আবার রোগীর মৃত্যু হলেও রেখে দেওয়া হয় হাসপাতালে টাকার আশায়। এই রকমই এক গাফিলতির অভিযোগ উঠল আসানসোলের এক হাসপাতালের বিরুদ্ধে, আপেন্ডিস্ক অপারেশন করতে গিয়ে পায়ু নালির শিরা ছিঁড়ে মৃত্যু ঘটলো রানিগঞ্জের সামডির বাসিন্দা ভবানী গড়াই এর। বেশ কিছু দিন আগে অ্যাপেন্ডিক্স অপারেশন করানোর জন্য ওই বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন ভবানী দেবী, কিন্তু সমস্ত শারীরিক পরীক্ষা করানোর পরেও তখন অপারেশন করতে রাজি হয়নি চিকিৎসকরা। পরে অবশ্য অপারেশন হয়। কিন্তু তার পরেই শারীরিক অবনতি হয় ওই মহিলার। মৃতার পরিজনদের দাবি, অপারেশনের পর থেকেই শরীরকে অবস্থার অবনতি হতে শুরু করে ভবানী গড়াই এর, পরে আবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করলে জানা যায় অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় তার পায়ু নালির শিরা ছিঁড়ে গিয়েছে, তখন তাকে শহরের অন্য এক বেসরকারি হাসপাতালে রেফার করে কর্তৃপক্ষ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মৃতার বাড়ির লোক জানিয়েছেন ড: এস এন ঝা ভবানী দেবীর অপারেশন করেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখতে থাকে রোগীর পরিজনেরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য
Related News