Flash News
Monday, September 22, 2025

শেষ হল এক অধ্যায়, মির্চির সাথে ২৭ বছরের সম্পর্ক ছিন্ন করলেন মীর

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

সালটা ১৯৯৪, কলেজ পড়ুয়া একটা ছেলে বৃষ্টি মাথায় করে হাজির হল লন্ড্রিতে। দোকানদার তার ইস্ত্রি করা কাপড় পুরনো একটা পেপারে মুড়ে দিলো ওই ছেলেটির হাতে। কাপড় নিয়ে বাড়ি ফেরার পথে ছেলেটির নজর গেল পেপারটির দিকে। ৬ দিনের পুরনো পেপার , বিভিন্ন খবরের মধ্যে হঠাৎ লক্ষ্য করলো কলকাতার নতুন বেতার চ্যানেলে রেডিও জকি-র জন্য অডিশন চলছে এরকম একটি খবর ওই পেপারে ছাপা হয়েছে। কিছু ভাবনা-চিন্তা না করে একপ্রকার সাধারণভাবেই সেই অডিশনে অংশগ্রহণ করলেন। তার অসাধারণ প্রতিভাশৈলী দেখে নির্বাচকরা তাকে প্রথম অডিশনেই নির্বাচিত করলেন। কি ভাবছেন কোনো ছবির গল্পের পটভূমি বলছি। নাহ তা একদমই নয়, সেই ৯৪ সাল থেকে আজ পর্যন্ত রেডিও মির্চির শ্রোতারা যার 'সুপ্রভাত' শুনে সকাল শুরু করতেন, সেই মীর আফসার আলী-র কথাই বলছি। তার রেডিও জকি হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত তার জীবন,একটি বাংলা ছায়াছবির পটভূমির থেকে কোনো অংশে কম নয়। তবে আজকে জনসাধারনের কাছে মীরের জনপ্রিয়তা যে রেডিও চ্যানেলের জন্য সেই রেডিও মির্চি ৯৮.৩ এফ এম আজকে ছেড়ে দিলেন। আজ শুক্রবার মীর তার রেডিও জীবনের পুরনো একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে মীর আকাশবাণী রেডিও স্টেশনে বসে সংশ্লিষ্ট চ্যানেলের অনুষ্ঠান করছেন। এই ছবি শেয়ার করে তিনি লেখেন “আমায় শোনার জন্য সবাইকে অনেক ভালবাসা। কষ্ট হচ্ছে একটু, ৯৮.৩% মতো।“ কষ্ট যে হচ্ছে সেটা মীর সর্বসমক্ষে স্বিকার করেছেন। শুধু “সকালম্যান” হিসেবে নয়, মীরের দৌলতেই রেডিও মির্চির জনপ্রিয় অনুষ্ঠান ‘ সানডে সাসপেন্স’ জনপ্রিয়তা পায়। ‘বিরিয়ানী’ আলু ছাড়া যেরকম হয়ে পরে, ঠিক সেরকমই আজ ‘সানডে সাসপেন্স’ মীর হীন হয়ে পড়ল। আক্ষেপ ফুটে উঠেছে মীরের কথাতেও, তিনি এই অনুষ্ঠান প্রসঙ্গে লিখেছেন ‘গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর’। তবে এই উধৃতির মাধ্যমে নতুন কোনো শুরুর কথা বলছেন কিনা তা নিয়ে ধন্দে দর্শককুলের একাংশ। কারন, তিনি ওই পোস্টে এও লিখেছেন ‘মির্চি ছেড়েছি। রেডিও নয়।‘ তাই মীরের শ্রোতারা এখন মীরের সাথে নতুন রুপে নতুন রেডিও চ্যানেলে ‘কোলকাতা কে হাই’ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষার দিন গোনা শুরু করলেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News