হোয়াটসঅ্যাপেও প্রতারণার নতুন জাল, নিঃস্ব হতে পারেন আপনিও

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হচ্ছে তত বেড়ে চলেছে হ্যাকারদের ফাঁদ। হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম ও নিস্তার পেল না এর থেকে। নিত্য নতুন ছক তৈরি করে হোয়াটসঅ্যাপেও প্রতারণার জাল বিছিয়ে রেখেছে প্রতারকেরা এবার সতর্ক করা হলো কলকাতা পুলিশের পক্ষ থেকে। কাস্টমার কেয়ারের নাম করে বহু অচেনা নাম্বার থেকে মেসেজ এবং কল আসে। এদের ফাঁদে পড়লেই এরা ফোনের সমস্ত কন্টাক্ট ডিটেলস হাতিয়ে নিয়ে কন্টাক্টে থাকা পরিচিতদের কাছে টাকা চাওয়ার নাম করেই ভুয়ো মেসেজ পাঠাচ্ছে। তাই কোন কাস্টমার কেয়ারের অছিলায় কেউ ফোন নাম্বার দিয়ে কোন নাম্বারে ফোন করতে বললে তা থেকে বিরত থাকতে বলছে কলকাতা পুলিশ। এছাড়া পুলিশের শত্রু থেকে জানা গেছে শর্ট কি বা শর্ট কোডের দ্বারা মেসেজ বা নাম্বার পাঠিয়ে তা থেকে খুব সহজেই প্রতারণা করা যাচ্ছে। কেমন কোন নাম্বারে ফোন করতে বলে তার আগে শর্ট কোড দিয়ে দেয়। শর্ট কোড সহ নাম্বারটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে ফোনের whatsapp টি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে প্রতারকদের কাছে। যার ফলে বিভিন্ন পরিচিতদের কাছে টাকা নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করছে হ্যাকাররা। এর থেকে মুক্তির উপায় জানিয়েছে পুলিশ, তারা whatsapp ব্যবহারকারীদের  অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে বলেছে এছাড়া কোন কারণবশত যদি কন্টাক্ট লিস্ট বা whatsapp প্রতারকদের কাছে ফরওয়ার্ড হয়ে যায় তাহলে ডিএক্টিভেট শর্ট কি দিয়ে তা ফিরিয়ে আনতে হবে। এছাড়া এই রকম মেসেজ বা ফোন কল থেকে সর্বদা সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া
Related News