#Pravati Sangbad Digital Desk:
ফের মাওবাদী কার্যকলাপের অভিযোগ। ঘটনায় গ্রেফতার ১ পুলিশ কর্মী। মাওবাদীদের নাম করে টাকা তোলা পোষ্টারিং এর অভিযোগে হোমগার্ড সহ গ্রেফতার ৬ জন।
জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল সহ নগদ ৩৫ হাজার টাকা। শনিবার এক সাংবাদিক বৈঠক করে মাওবাদী গ্রেফতারের বিষয়টি জানান ঝাড়গ্রাম জেলার এস পি অরিজিত্ সিনহা। অভিযুক্তদের শনিবারই ঝাড়গ্রাম কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জাম্বনী থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। এছাড়া ধৃতরা হল শংকর মন্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, বাবুলাল সরেন। অভিযুক্তদের প্রত্যেককে বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ।
অভিযোগ, ধৃতেরা 'মাওবাদী ইনচার্জ সল্টলেক' নামে বিভিন্ন লোকের কাছে টাকার দাবি করে চিঠি পাঠাতো বলে অভিযোগ। একাধিক পোষ্টারিং যা মাওবাদীদের নামে হয়েছিল। সবই এরাই করেছিল মাও আতঙ্ক ছড়িয়ে টাকা তোলার জন্য। পুলিশ আরও জানিয়েছেন গোটা ঘটনার মাষ্টার মাইন্ড হোমগার্ড বাহাদুর মান্ডি। শুধু তাই নয়, আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা তাঁদের খোঁজেও তদন্ত শুরু হয়েছে।ঝাড়গ্রাম এলাকায় গত কয়েক মাস ধরেই মাওবাদী কার্যকলাপ বাড়ছিল। দিকে দিকে মাওবাদীদের নামে পোস্টার পড়ছিল। বনধও ডাকা হচ্ছিল। এসবের পিছনে জড়িত সব পাণ্ডাদেরই ধরা হবে বলে আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রামের এসপি।