Flash News
Monday, September 22, 2025

"ডাক্তার তোমায় প্রণাম"

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

আজ,১ জুলাই,জাতীয় চিকিৎসক দিবস।প্রতিবছর এই দিনটি,Doctor's day হিসেবে পালন করা হয়। জানেন কেন ১জুলাই পালিত হয় ডক্টরস ডে? তা জানলে বাঙালি হিসেবে আমাদের সকলের গর্ববোধ হবে। কারণ, এর সাথে একজন বাঙালির নাম ওতপ্রতভাবে জড়িত।
এই দিনটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে পালন করা হয়ে থাকে। জানা যায় যে,১৯৯১ সালে চিকিৎসা ক্ষেত্রে বিরাট অবদান রাখার জন্য এই দিনটি প্রথম উদযাপন করা হয়েছিল।
ডাঃ বিধানচন্দ্র রায় ১৮৮২ সালের পয়লা জুলাই বিহারের পাটনার খাজাঞ্চিতে জন্মগ্রহণ করেন। আবার মৃত্যুও ১৯৬২ সালে এই একই তারিখে।উল্লেখ্য,বিধানচন্দ্র একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ভারত থেকে প্রাথমিক শিক্ষা এবং তারপরে ইংল্যান্ড থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। শিয়ালদহ থেকে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। এই বিশিষ্ট ব্যক্তি সরকারি হাসপাতালে একজন পরিশ্রমী,দায়িত্ববান চিকিৎসকের ভূমিকা পালন করেন।
 আন্তর্জাতিক স্তরে জর্জিয়ায় প্রথম চিকিৎসক দিবস পালনের রীতি শুরু হয় ৯ মে,১৯৩৩।আর ১৯৯০ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ দিনটিকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল হলি ডে হিসেবে স্বীকৃতি দেন বলে এমনটাই জানা যায়।
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়। ১৯৯১ সালে তাঁর অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে এই দিনটি প্রথম উদযাপন করা হয়েছিল। ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News