#Pravati Sangbad digital Desk:
মুকুল রায়, এক সময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, কিন্তু হঠাৎ করেই পালা বদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটের ময়দানেও তৃণমূলের প্রতিপক্ষ হয়ে নামেন। জিতেও ফেরেন তিনি, তার পরের হিসাবটা যেন কেমন তালগোল পাকানো। বিধানসভা ভোটের পর থেকেই ক্রমাগত মুকুল ঘাসফুল দূরত্ব ঘুচতে থাকে। ভারতীয় জনতা পার্টির একাংশের দাবি মুকুল রায় ফিরে গিয়েছেন তৃণমূলে, তবে মুকুল রায় বারবারই দাবি করেছেন এ শুধু সৌজন্য সাক্ষাৎ। তবে মুকুল রায় তৃণমূলে ফিরে না গেলেও রাজ্যের বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসি চেয়ারম্যানের পদে ছিলেন দীর্ঘদিন। বিজেপির পক্ষ থেকে একাধিকবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি বিধায়করা অভিযোগ করলেও বিন্দুমাত্র কান দেননি তিনি, বরং মামলার শুনানিতে তিনি জানিয়েছিলেন, “ মুকুল রায় যে তৃণমূলে ফিরে গিয়েছে তার প্রেক্ষিতে যথাযথ প্রমাণ বিজেপি দেখাতে পারেনি”। এ নিয়ে বিধানসভায় ১২টি শুনানিও হয়ে গিয়েছে, তবে এতো কিছুর পরে সোমবার হঠাৎ করেই মুকুল রায় অসুস্থতার কারণ দেখিয়ে রাজ্য বিধানসভার পিএসসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
তবে সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্যের পরবর্তী পিএসসি চেয়ারম্যান পদের জন্য যোগ্য প্রার্থীর নামও খুঁজে বার করেছে শাসক দল, জানা গিয়েছে রাজগঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই কৃষ্ণা কল্যাণী রাজ্যের পরবর্তী পিএসসি চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন।