Flash News
Monday, September 22, 2025

মহারাষ্ট্রে মহাচমকঃ শিন্ডেই মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk:

উদ্ধব ঠাকরে কিছুদিন আগে খুব তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছিলেন  “মুখ্যমন্ত্রিত্বের রাশ শিবসেনার অন্তর্ভুক্ত  কারোর হাতে থাকলেই হল”। সেই কথাই সত্যি হল আজ  এবং তা আক্ষরিক অর্থেই; দেবেন্দ্র ফড়ণবীশ নন , এবার মুখ্যমন্ত্রীর সিংহাসনে উদ্ধব বিরোধী আন্দোলনের পুরোধা এবং শ্রী একনাথ শিন্ডে। আজ বৃহস্পতিবার, রাজভবনে নতুন সরকার গঠনের প্রস্তাবের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শিন্ডের নাম ঘোষণা করলেন ফড়ণবীশ। প্রসঙ্গত, শিন্ডের মন্ত্রীসভায় কোন পদ অলঙ্কৃত করছেননা ফড়ণবীশ। আজ বৃহস্পতিবার ,সন্ধ্যা সাড়ে সাতটায় ,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন শ্রী একনাথ শিন্ডে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ রাজনৈতিক
Related News