Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

শীঘ্রই বাজারে আসতে পারে Realme GT 2 Master Explorer Edition, জেনে নিন বিস্তারিত

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

মোবাইল প্রেমীদের জন্য সুখবর, ভারতীয় বাজারে খুব শীঘ্র লঞ্চ হতে চলেছে Realme GT 2 Master Explorer Edition।চাইনিজ সংস্থা Realme বেশ কিছু বছর ধরের ভারতের বাজার দখল করে রেখেছে, স্মার্ট ফোন থেকে শুরু করে এলইডি টিভি বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী। অন্যান্য দামি ব্র্যান্ডের তুলনায় এই ব্র্যান্ডের স্মার্ট ফোন তুলনামূলক ভাবে কম দাম এবং ফিচারেও অনেকটাই এগিয়ে, সব মিলিয়ে এক কথায় বলা যেতে পারে বাজেট ফ্রেন্ডলি। জানা গিয়েছে Realme GT 2 Master Explorer Edition এর আপডেটেড ভার্সন আনতে চলেছে Realme।
এখন দেখে নেওয়া যাক নতুন এই মডেলে কি কি ফিচার অ্যাড করতে চলেছে কোম্পানি,  শোনা যাচ্ছে ফোনটির স্ক্রিন ৬.৭ ইঞ্চির, সেই সাথে আলট্রা এইচ ডি ১০৮০ X ২৪১২। অন্যদিকে যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্যও রয়েছে সুখবর, ফোনটিতে তিনটি ক্যামেরা দেখা দিতে পারে বলে জানা গিয়েছে, ৫০ মেগাপিক্সেল এর প্রাইমারি রেয়ার ক্যামেরা, সেই সাথে থাকবে ৮ মেগাপিক্সেলের ওয়াইড আঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। Realme তার নতুন Realme GT 2 Master Explorer Edition এ আনতে চলেছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও বেশ ভালোই পারফর্মেন্স দেখাবে চিনা সংস্থার এই নতুন মডেলটি, এর মধ্যে রয়েছে ৫ হাজার এমএইচ এর ব্যাটারি, যা অন্তত এক দিন খুব ভালো ভাবেই মোবাইল চালাতে সক্ষম, সেই সাথে থাকবে ১০০ ওয়াট এর ফাস্ট চারজিং এবং ৫জি নেটওয়ার্ক। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি লাইফস্টাইল
Related News