Flash News
Monday, September 22, 2025

মুখ্যমন্ত্রিত্ব থেকে ইতি, ইস্তফা দিলেন উদ্ভব ঠাকরে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আগেই ছেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীদের জন্য বরাদ্দ সরকারি বাংলো, দীর্ঘ দুই সপ্তাহ ধরে টানা পোড়েন, দেশের শীর্ষ আদালতের নির্দেশে আজ বিধানসভায় হওয়ার কথা ছিল আস্থা ভোট, কিন্তু তার আগেই সব জল্পনার অবসান ঘটালেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, গতকাল রাতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন উদ্ভব ঠাকরে, মুখ্যমন্ত্রিত্ত্বে ইতি টানলেন নিজেই। তবে শিবসেনা সূত্রে দাবি, অনেক দিন আগেই ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু কংগ্রেস এবং এনসিপি অনেকবার করে তাকে অনুরোধ করার জন্য এতো দিন তিনি ইস্তফা দেননি। যদিও ফেসবুক লাইভ করার আগে, রাজ্যপালকে সব জানানোর জন্য তার ঘনিষ্ঠ এক মন্ত্রিকে রাজভবন পাঠিয়ে দিয়েছিলেন তিনি নিজেই,, এর পর ফেসবুক লাইভ শেষ করার পরেই তিনি রাজ্যপালের সাথে দেখা করেন এবং ইস্তফা পত্র জমা দেন।
এর আগে সুপ্রিম কোর্টের কাছে আস্থা ভোট বন্ধের জন্য আবেদন করেছিলেন উদ্ভব ঠাকরে, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি, তাই আস্থা ভোটের ঠিক আগের রাতেই ইস্তফা দিলেন তিনি। গত কাল রাতে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “কংগ্রেস এবং এনসিপি কে ধন্যবাদ জানাই কারণ তাঁরা আমার পাশে ছিলেন, তবে আজ অনেকেই দূরে চলে গিয়েছেন। গরিব মানুষকেও মন্ত্রী করেছিলা, কিন্তু তারা আমাকে মনে রাখেননি, বরং যাদের আমি কিছু দিতে পারিনি আজ তারায় আমার পাশে রয়েছে”। এর পাশাপাশি তিনি আরও বলেন, “ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আমার কোন দুঃখ নেই, আমি সারাজীবন মানুষের পাশে মহারাষ্ট্রের পাশে ছিলাম এখনও থাকবো। তবে গুয়াহাটি সুরাত না গিয়ে আমাকে সরাসরি এসে বললে আমি খুশি হতাম”। এর আগে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সাথে কাজ করেছে শিবসেনা, তারপরে কংগ্রেস এবং এনসিপির হাত ধরে সক্রিয় নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করে শিবসেনা। উল্লেখ্য কিছু দিন আগেই শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিন্ডে, তার পরেই রাজনীতিতে রদবদল, একে একে শিবসেনা বিধায়কদের বিজেপির সাথে যুক্ত করাণ শিন্ডে, ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে শিবসেনা শিবিরে অবশেষে মুখ্যমন্ত্রিত্ব থেকে ঠাকরে পরিবারের ইতি টানেন উদ্ভব ঠাকরে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News