#Pravati Sangbad Digital Desk:
ফের একবার লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা ভুগতে পারেন নাজেহালজনক সমস্যায়। কারণ, শনিবার মধ্যরাত থেকেই রবিবার ৯টা বেজে ৩০ মিনিট পর্যন্ত দমদম শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। সব মিলিয়ে মোট ১০ ঘন্টা লোকাল ট্রেন বন্ধ থাকবে। যার কারণে, পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন শাখাগুলি থেকে মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।একই সাথে বেশ কিছু দূরপাল্লার ট্রেনগুলিকেও অনেক সময় ধরে মাঝপথে আটকে রাখার জন্যও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগিয়েছে।
কিন্তু কেন ১০ ঘন্টা লোকাল ট্রেন বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সূত্র মতে জানাগিয়েছে, শিয়ালদহ থেকে দমদমের মাঝেই ২২ নম্বর ব্রিজের গার্ডারিংতের কাজের কারণে ১০ ঘন্টা ওই শাখায় লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার গভীর রাত থেকে যেই সমস্ত আপ এবং ডাউন লোকাল ট্রেনগুলিতে বাতিল করা হয়েছে তার তালিকায় একাধিক লোকাল ট্রেন রয়েছে। যেগুলির মধ্যে রয়েছে, হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী, দত্তপুকুর, হাসনাবাদ, বারাকপুর, নৈহাটি, বারাসত, শান্তিপুর, বজবজ, গেদে লোকাল। ডাউন গৌড়, দার্জিলিং, কাঞ্চনকন্যা, বালিয়া, পদাতিক এক্সপ্রেসকে পথেই দাঁড় করিয়ে রাখা হবে। এদিকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বেশকিছুক্ষণ দেরিতে ছাড়া হবে বলে জানাগিয়েছে।অন্যদিকে যাত্রীদের জন্য বড় খবর শুনিয়েছে রেল। জুলাই মাসের শুরু থেকেই সব ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনছে রেল। কোভিডের কারণে এই পরিষেবা বন্ধ রেখেছিল ভারতীয় রেল।