journalist Name : Sabyasachi Chatterjee
#Pravati Sangbad Digital Desk:
বাজারে আসতে চলেছে হুন্ডাই টুসো, যদিও বিশ্বের বাজারে আগেই লঞ্চ হয়ে গিয়েছে, নামও হয়েছে বেশ ভালই, কিন্তু এবার ভারতের বাজার টানার পালা। শোনা যাচ্ছে জিপ কম্পাসের সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিতে চলেছে হুন্ডাই এর এই নতুন এসউভি গাড়িটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৩ই জুলাই ভারতে লঞ্চ হতে পারে তাদের এই নতুন গাড়িটি। ইতিমধ্যেই ভারতে হুণ্ডাই টুসো ভারতের বাজারে বেশ ভালই লাভ করেছে কিন্তু আসন্ন এই নতুন মডেলটি টুসোর আপডেটেড মডেল। যাতে আগের থেকে অনেক নতুন ফিচার অ্যাড করতে চলেছে কোম্পানি। জানা গিয়েছে গাড়িটি লঞ্চ হবে দুটি মডেল নিয়ে একটি হলো ২.০ পেট্রোল ভেরিয়েন্ট যাতে রয়েছে ৬ গিয়ার অটোমেটিক ট্রান্সমিশন এবং আরেকটি হলো ২.০ ডিজেল যার মধ্যে থাকছে ৮ ট্রান্সমিশন গিয়ার বক্স, যা আগের থেকে ভালো মাইলেজ দিতে প্রস্তুত। সেই সাথে গাড়িটির ডিজাইনে থাকছে স্পটি লুক, যা নতুন প্রজন্মকে আকর্ষণ করবে বলে সংস্থার দাবি। পাশাপাশি এলইডি হেড লাইট থাকবে বলে শোনা যাচ্ছে, সাথে থাকবে ফগ লাইট । জানা গিয়েছে গাড়ির চাকা গুলি সব মেশিন কাট উন্নত মানের দেখতে। সেই সাথে গাড়িটিতে আন্তর্জাতিক মানের ছোঁয়া আনতে চলেছে কোম্পানি, পাশাপাশি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এও কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে ভারতীয় বাজারে গাড়িটির দাম কত হবে তার কোনো ইঙ্গিত কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানা যায়নি। এখন দেখার বিষয় এই মূল্যবৃদ্ধির বাজারে নতুন এই গাড়ির দাম সাধারনের পকেটের কতটা কাছাকাছি থাকে।
Tags:
#Source: online/Digital/Social Media News # Representative Image
প্রযুক্তি