#Pravati Sangbad Digital Desk:
মোবাইল প্রেমীদের জন্য সুখবর, ১লা জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ান প্লাস নর্ড ২টি 5জি। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে এই খবর সামনে উঠে এসেছে। ওয়ান প্লাস গত বছর নর্ড 2 লঞ্চ করেছিল, ফোনটি বাজারে ব্যাবসা করেছিল ভালোই। তাই আর অপেক্ষা না করেই ওয়ান প্লাস সংস্থার পক্ষ থেকে এই সপ্তাহেই লঞ্চ করা হচ্ছে নর্ড 2টি এর আপডেটেড ভার্সন নর্ড 2টি 5 জি। সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে ভারতীয় বাজারে এর সম্ভাব্য দাম হতে পারে ২৮,৯৯৯ থেকে ৩৩,৯৯৯ টাকার মধ্যে। বর্তমানে ভারতে স্যামসাং ইতিমধ্যেই ৫জি মোবাইল নিয়ে চলে এসেছে। বিভিন্ন নেটওয়ার্ক সংস্থাও কাজ করছে তাদের পরিষেবা ৪জি থেকে ৫ জি তে আপগ্রেড করার জন্য। তাই আর দেরি না করে ওয়ান প্লাস ভারতে নিয়ে আসছে তাদের এই নতুন ৫জি সেটটি। এখন দেখে নেওয়া যাক এই নতুন আপডেটেড মোবাইলটিতে কি কি ফিচার আনতে চলেছে কোম্পানি।
জানা গিয়েছে নতুন এই ডিভাইসটি লঞ্চ হতে চলেছে দুটি ভার্সনে, একটি হলো ৮জিবি রম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অন্যদিকে থাকছে আরো একটি ভ্যারিয়েন্ট যার মধ্যে রয়েছে ১২ জিবি রম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। সেই সাথে থাকছে ফাস্ট চার্জিং এর ব্যবস্থা এবং ৮০ ওয়াটের সুপারফাস্ট চার্জার। সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ৪৫০০ এমএচ এর এই ফোন মাত্র ১৫ মিনিটেই শুন্য থেকে ৬o শতাংশ চার্জ করতে সক্ষম। তবে প্রায় সাড়ে ৬ ইঞ্চির সুপার আমুলেড ডিসপ্লে কতক্ষন চালাতে পারবে এই ব্যাটারি তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। ওয়ান প্লাস এর এই নতুন ফোনটিতে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসার যাতে অনেক ভালো পারফম্যান্স দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে ওয়ান প্লাস তার অল ওভার পারফরমেন্স এর পাশাপাশি ক্যামেরার জন্য মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, সেই দিকটা মাথায় রেখেই ফোন থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তার সাথে থাকবে নাইট মোডে ফটো তোলার জন্য অত্যাধুনিক অপশন।