Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অবশেষে মনের মানুষের নাম প্রকাশ করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangabd Digital Desk:

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন নতুন প্রেমে মজেছেন। এ গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে তিনি নিজেই স্বীকার করে নিলেন। প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে জানান দিলেন, 'গল্প হলেও সত্যি'।সন্দীপ্তার প্রেমিকের নাম সৌম্য মুখার্জি। তিনি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা।কয়েক মাস ধরেই তারা দু'জন সম্পর্কে জড়িয়ে আছেন।
প্রেমের কথা স্বীকার করে ভারতীয় গণমাধ্যমকে সন্দীপ্তা বলেন, 'এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে সৌম্যর সঙ্গে দেখা হয়। এটি প্রায় বছরখানেক আগের ঘটনা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। আমি ও সৌম্য গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছি।' আপাতত প্রেমেই ডুবে আছেন সন্দীপ্তা ও সৌম্য। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না। সন্দীপ্তা জানালেন, বিয়ের পরিকল্পনা করলে তা সবাইকে জানাবেন।
এর আগে অভিনেতা রাহুল ব্যনার্জির সঙ্গে প্রেম ছিল সন্দীপ্তার। তারা দীর্ঘদিন সম্পর্কে লিপ্ত ছিলেন। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। একে-অপরের পারিবারিক আয়োজনেও উপস্থিত থাকতেন। যদিও সম্পর্ক নিয়ে সরাসরি তেমন কিছুই বলতেন না। তবে সেই সম্পর্কের ইতি ঘটেছে অনেক আগেই। রাহুল পর্বের ইতি টেনে সৌম্যের সঙ্গে মনের লেনাদেনা করছেন সন্দীপ্তা। কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে ফিলিপাইন থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী।তবে অভিনেত্রীর প্রেমিকের উদঘাটন সর্বসম্মুখে এলেও এখন প্রশ্ন উঠছে তাহলে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? আশা করা যায় এই উত্তরটাও অভিনেত্রী নিজেই দেবেন তার ভক্তকুলের কাছে!

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News