Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পাবেন ববিতা, সাথে তাঁর প্রাপ্ত বেতন এবং সুদ ও!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

কিছুদিন আগেই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছে পরিস্থিতি। এবার এই মামলায় অবশেষে সফলতা পেল ববিতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে মামলাকারী ববিতা সরকারকে। এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তাঁকে যোগদান করাতে হবে বলে নির্দেশ। পাশাপাশি তাঁর বেতন ইস্যুতেও স্পষ্ট নিদেশ দিয়েছে আদালত।
কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে, আগামী ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। তাই আগামী ৭ দিনের মধ্যে ডিআই তাঁকে নিয়োগের যাবতীয় কাজ করবেন। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন ডিআই, এমন নির্দেশ আদালতের। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যার চাকরি বাতিল করেছে হাইকোর্ট।কারণ প্রাথমিক মেধা তালিকায় মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম না থাকলেও পরে তাঁর নাম ২১ নম্বর থেকে সোজা এক নম্বর আনা হয়। ববিতার মেধা তালিকায় ২০ নম্বরে নাম ছিল। সে চলে যায় ২১ নম্বরে। তাই আদালত তাঁকে চাকরি দেওয়ার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দিয়েছে।
উল্লেখ্য, আদালতের নির্দেশে চাকরির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে। সেই নির্দেশ মতো প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজারের কিছু বেশি টাকা আদালতে জমা দিয়েছেন অঙ্কিতা। আগামী ৭ জুলাই দ্বিতীয় কিস্তির টাকা তাঁকে জমা দিতে হবে।
ববিতা সরকার জানিয়েছেন, শেষমেষ চাকরিটা পেয়েছি। চার পাঁচ বছর আগে পাওয়ার কথা থাকলেও অবশেষে এখন পেলাম। মানুষের কপালে যা থাকে তা দেরী হলেও সে পায়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, তার এই চাকরি পাওয়া নিয়ে কোথাও যেন অদৃষ্টকে বিশ্বাস হচ্ছে তার। অন্যদিকে চাকরি পাওয়ার পাশাপাশি অঙ্কিতার ফেরানো টাকা নিয়েও ববিতা এদিন কি করবেন তা জানিয়েছেন। ববিতা সরকারের কথা অনুযায়ী, অঙ্কিতার ফেরানো যে টাকা তিনি পাচ্ছেন তার জন্য তিনি পরিশ্রম করেন নি। যে কারণে ওই টাকা তিনি ব্যক্তিগতভাবে কোন কাজে লাগাবেন না। ওই টাকা দিয়ে ভবিষ্যতে কোনো কল্যাণমূলক কাজ তিনি করবেন বলে জানিয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image