#Pravati Sangbad Digital Desk:
আজ থেকে ঠিক তিন বছর আগে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত কণ্ঠ, বরাবরই এই জুটির সিনেমা মানেই সুপার হিট, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সিনেমাটির মূল কাহিনী ছিল এক রেডিও উপস্থাপককে নিয়ে, যার সুন্দর কণ্ঠে আসতে আসতে বাসা বাঁধে ক্যান্সার এবং পরে তার গলার স্বর চিরদিনের জন্য মুছে যায়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে, অন্যদিকে ছিলেন পাওলি দাম এবং ওপার বাংলার জয়া এহসান।
আমরা সাধারণত দেখতে পায় দক্ষিণের সিনেমা গুলি থেকে বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা রিমেক করা হয়েছে, যদিও বাংলার এই রকম ঐতিহ্য ছিল না কোন দিনই, নন্দিতা- শিবপ্রসাদ জুটি বরাবরই নিজেদের মতো সিনেমা করে বাংলাকে চমক দিয়েছে, আর এবার তাদের ছবি কণ্ঠ মুক্তি পেল মালয়লম ভাষায়। এদিন শিবপ্রসাদ নিজেই জানিয়েছেন তাদের তৈরি ছবি রিমেক হয়েছে দক্ষিণী ভাষাতে, যা দেখে উৎফুল্ল বাঙালি। ছবিটির নাম দেওয়া হয়েছে “মেরি আওয়াজ শুনো”, ইতিমধ্যে ছবিটি মুক্তিও পেয়েছে দক্ষিণের প্রেক্ষাগৃহগুলিতে, সেই সাথে মুক্তি পেয়েছে হটসটারেও। গত ১৩ই মে মুক্তি পেয়েছে সিনেমাটি। মালায়লাম সিনেমাটিতে দেখা যাবে মঞ্জু ওয়ারিয়ার এবং জয়সূর্যকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় শেয়ার করেছেন মালয়লম ছবির পোস্টারও। সিনেমাটিতে জয়সূর্যকে দেখা যাবে রেডিও উপস্থাপকের ভূমিকাই এবং মঞ্জুকে দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। নিজের ছবি মালয়লম ভাষাই মুক্তি পেয়েছে শুনে খুশি জয়াও। জয়া এহসান এর আগে একাধিকবার এপার বাংলার বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন, পেয়েছেন একাধিক পুরস্কারও, তাই তার ছবির রিমেক হওয়াতে আবেগ আপ্লুত তিনিও।