Flash News
Monday, September 22, 2025

ক্যান্সার রোগ নিয়ে প্রাইভেট প্লেনের মালিক, ৩২ বছরের কণিকার জীবন যেন হিন্দি সিনেমার গল্প

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

মাত্র ২২ বছর বয়সে এভিয়েশন ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠা করেছিলেন। আর তার দশ বছর পর ১০টি প্রাইভেট জেটের মালিক তিনি। স্বপ্নে বেঁচে থাকার মতো মনে হচ্ছে? হতেই পারে, তবে এটাই সত্যি করে দেখিয়েছেন কণিকা টেকরিওয়াল । ২২ বছর বয়সে কণিকা জেটসেটগো  নামে স্টার্টআপ সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কণিকার সংস্থা হল একটি প্লেন অ্যাগ্রিগেটর স্টার্টআপ, যা চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টার পরিষেবা দেয়। কণিকার সংস্থাকে ভারতীয় আকাশের উবেরও বলা যেতে পারে।
সাহসী মেয়েটি যখন স্বপ্নের আকাশে উড়ান দিয়ে ডানা মেলা শুরু করছিলেন, তখনই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন । কিন্তু থেমে থাকেননি। রোগের সঙ্গে লড়াই করতে করতেই ব্যবসায় উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া।সবে ১০ বছর ব্যবসা করেছেন কনিকা। ইতিমধ্যেই ব্যবসা জমিয়ে ফেলেছেন।চেন্নাইয়ে বাড়ি হলেও পড়াশোনা পুরোটাই হোস্টেলে।পরে মুম্বইয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি।তারপর ডিপ্লোমা কোর্স করে এমবিএ। কনিকার কথায়, ''তখন আমি ছাত্রী। তিন বছর ধরে নিজের এই ব্যবসায়িক ভাবনায় শান দিয়েছি। বার বার ব্যবসার নকশা কষেছি।বার বার কেটেছি।''সম্ভ্রান্ত পরিবার কখনই চাইনি, বাড়ির মেয়ে প্রাইভেট জেটের ব্যবসা করুক। কিন্তু আজ কনিকা টেকরিওয়াল নামের পাশে সফল ব্যবসায়ী ট্যাগ জুড়ে গেছে। আর এটা হয়েছে নিজের ইচ্ছেশক্তির জোরে। যাঁরা ব্যবসা করার স্বপ্ন দেখেন কনিকা তাঁদের কাছে অনুপ্রেরণা বটে।  ইনস্টাগ্রামে কণিকা নিজের সম্পর্কে লিখেছেন, ‘স্মল টাউন গার্ল’, কিন্তু স্বপ্ন এক আকাশ সমান। বাস্তব জীবনেও তিনি তাই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News