#Pravati Sangbad Digital Desk:
ব্রহ্মাস্ত্রের ট্রেলার। এবার পালা দ্বিতীয় বল ছোড়ার, শুক্রবার ফের মুক্তি পেল রণবীর অভিনীত বাস্তববাদী ছবি সমশেরার এর ট্রেলার। এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্তকে। সমশেরার প্রতিপক্ষ দারোগা এখানে সঞ্জয় দত্ত ওরফে শুধ সিংহ। এছাড়াও ছবির উল্লেখযোগ্য চরিত্র সোনার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বনি কাপুর কে যে একজন নৃত্যশিল্পী হিসেবে সমশেরার হৃদয়ে জায়গা করে নেবে। করণ মালহোত্রা পরিচালিত ছবিতে সুদক্ষ কলাকুশলী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে আশুতোষ রানা, সৌরভ শুক্লা, ত্রিধা চৌধুরি, রনিত রায় প্রমুখকে।
ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে খেটে খাওয়া মানুষদের গল্প অনুসারে। এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনবীর কাপুর কে। ছবির অংশ দেখে ভক্তদের দাবি দারুন মানিয়েছে রকস্টার কে এই চরিত্র তে। এখানে সমশেরা কে লড়াই করতে দেখা যাবে নিজেদের গোত্রের মানুষদের সঠিক সম্মান মর্যাদা এবং স্বাধীনতার জন্য। মূলত ব্রিটিশ শাসনকালে উপজাতিদের ত্রাতা হিসেবে দেখা যাবে রানবির কাপুরের চরিত্রটিকে। ঠিক যেমন ঐতিহাসিক কালে রাজা রবিন হুড ছিল ক্রীতদাসেদের নেতা। এই চরিত্রে সামশেরা কেও দেখা যাবে বড়লোকদের ঘর থেকে টাকা চুরি করে গরিবদের ভান্ডার পূরণ করতে।
তবে ছবির মুক্তি অনেক আগেই হওয়ার কথা ছিল 2019 সালে, করণা পরিস্থিতিতে একাধিকবার পিছিয়ে যায় সেই তারিখ। চলতি বছরে 18 ই মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও কোনো কারণবশত তা আবার আটকে যায় এবং ফাইনালি বাইশে জুলাই হিন্দি ছাড়াও তামিল তেলেগু ভাষাতেও দেশজুড়ে মুক্তি পেতে চলেছে রানবির কাপুর অভিনীত যশরাজ ফিল্মসের সামশেরা।