Flash News
    No Flash News Today..!!
Monday, September 29, 2025

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা, মেডিকেল কলেজেও করোনার থাবা

banner

journalist Name : Sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk :

তৃতীয় ওয়েবের বেশ কিছুদিন পরে আবারও দেশে ঊর্ধ্বগামী করোনার গ্রাফ, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৩৬-এ ।  তবে কি এবার চতুর্থ ওয়েভের সম্মুখীন হতে চলেছে দেশবাসী।  ধীরে ধীরে যেভাবে সংক্রমণের হার বাড়ছে তাতে আশঙ্কা কিন্তু নিশ্চিত হচ্ছে। রাজ্যের মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতে সব থেকে বেশি করোনা সংক্রমণের হার। এবার করোনার থাবা কলকাতা মেডিকেল কলেজ। কলেজের হোস্টেলে পড়ুয়ারা আক্রান্ত হয়েছে করোনাতে। মেডিকেল কলেজের হোস্টেলে থাকা চারজন পড়ুয়া করোনা আক্রান্ত,  যাদের বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও বেশকিছু পড়ুয়ার সংক্রমণ আছে বলে জানা গেছে। ফলে তাদের হোস্টেলের মধ্যেই আলাদাভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারা যারা ঐ সংক্রমিত পড়ুয়া বা উপসর্গ যুক্ত পড়ুয়াদের কাছাকাছি এসেছে তাদের টেস্ট করার পরামর্শ দেয়া হয়েছে। উপসর্গদের সকলকেই টেস্ট করানো হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত তাদের প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের  থেকে।
ওইদিকে শোচনীয় অবস্থা রাজধানী দিল্লি সহ মুম্বাইতেও। বিধি নিষেধ হালকা হওয়ার ফলে উত্তরোত্তর বেড়েই চলেছে, সব জায়গাতেই করোনার সংক্রমণের হার। দেশে মোট আক্রান্তের প্রায় ৫ হাজার বা তারও বেশী শুধুমাত্র মহারাষ্ট্র থেকেই। কেরলের অবস্থাও একই রকম সেখানেও পাল্লা দিয়ে বাড়ছে করোনার হার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ মহামারি স্বাস্থ্য
Related News