#Pravati Sangbad Digital Desk:
বর্তমানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ অনেক নেটিজেনরা টুইটার ব্যাবহারে স্বাছন্দ বোধ করেন। নিজেদের মতামত ব্যাক্ত করার জন্য সব থেকে ব্যাবহার যোগ্য এই মাইক্রো ব্লগিং সাইট টুইটার। তবে জনপ্রিয়তার শিখরে থাকলেও প্রথম থেকেই টুইটার ব্যাবহারের প্রধান সমস্যা ছিল স্বল্প ভাষার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ, কিন্তু অনেকক্ষেত্রেই অল্প শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা সম্ভব নয়, তাই ব্যাবহারকারিদের সমস্যার কথা মাথায় রেখেই শব্দ সংখ্যা বাড়াতে চাই এই মাইক্রো ব্লগিং সাইট। ইতিমধ্যেই আমেরিকা ব্রিটেনের মতো দেশগুলিতে এইন নতুন ফিচার পরীক্ষামূলক ভাবে চালাতে শুরু করেছে টুইটার, সংস্থার দাবি যদি ওই সমস্ত জায়গাই নতুন ফিচার কার্যকারী হয় তাহলে খুব তাড়াতাড়ি সমগ্র বিশ্বেই এই ফিচার আপডেট করা হবে।
শুরুর দিকে মাত্র ১৪০ শব্দের মধ্যে মনের ভাব লিখে প্রকাশ করা যেত টুইটারের মাধ্যমে, ধীরে ধীরে তা বেড়ে বর্তমানে ২৮০ শব্দের কাছে এসেছে, কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলির দৌড়ে অনেকটাই পিছিয়ে টুইটার, কারণ ফেসবুকের মতো সাইটে লিখে পোস্ট করার পাশাপাশি ফটো কিংবা ভিডিও ক্লিপও পোস্ট করা যায়। বর্তমানে ২৮০ শব্দের পরিবর্তে ২৫০০ শব্দ লেখার মতো ফিচার আনতে প্রস্তুত টুইটার, তবে পুরো পোস্ট দেখা যাবে না সামনে, শুধু কিছুটা দেখা যাবে, সেখানেই থাকবে গোটা পোস্ট দেখার অপ্সহন,সেখানে ক্লিক করলে তবেই পুরো পোস্টটি দেখা যাবে। শুধু তাই নয় পোস্টটি ভালো লাগবে যে কেউ সেই পোস্টটি শেয়ার করতে পারবেন সহজেই। এখন শুধু অপেক্ষা ফিচারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার।