Flash News
Monday, September 22, 2025

ভয়াবহ অগ্নিকান্ড হং-কং -এ; বিদ্যুৎহীন প্রায় ২ লক্ষ বাড়ি

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

হংকং -এ কেবল ব্রিজে ভয়াবহ আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ২ লক্ষ বাড়ি। পরিবহন, স্কুল, হাসপাতালে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হংকং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে এত দীর্ঘ ব্ল্যাকআউট কখনও হয়নি। ব্রিজের আগুনের প্রভাব ভয়ংকরভাবে ছড়িয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেবল ব্রিজে আগুন লাগে। ওই ব্রিজের মাধ্যমে ১৩২ কিলো ভোল্টের তিনটি কেবল হুয়াং লং, তিন শুই ওয়াই এবং তুয়েন মুন এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়। হঠাৎ আগুন লাগায় সমস্ত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং পরবর্তীতে কেবল ব্রিজটি ভেঙে পড়ে। পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন ওই এলাকায় সমস্ত বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। এর প্রভাব পড়ে পরিবহণ, হাসপাতাল, স্কুল— সব ক্ষেত্রেই। আগুন লাগার কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে দমকল এসে পৌঁছয়। পরে কেবল ব্রিজটি ভেঙেও পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
এত দীর্ঘ সময়ের জন্য হং-কং এ আগে কখনও ‘ব্ল্যাকআউট’ হয়নি বলে জানিয়েছেন সিএলপি হোল্ডিংস লিমিটেড সংস্থার এক আধিকারিক চান সিউ-হুং। ২০১৮ সালে টাইফুন মাঙখুত হওয়ার পরেও প্রায় ৪০ হাজারের উপর বাড়িতে বৈদ্যুতিক সংযোগ ছিল না। কিন্তু ব্রিজে আগুন লাগার প্রভাব ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা আন্তর্জাতিক
Related News