journalist Name : Tamoghna Mukherjee
#Pravati Sangbad Digital Desk:
চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে স্যাটের রায়ে চাকরি গেলো ৬১৪ জনের। ২০০৮ সালে ‘গ্রুপ-ডি’ পদে নিয়োগের জন্য খাদ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল। ২০১০ সালে সেই পদে ৬১৪ জন নিয়োগ করে দপ্তর। সেই নিয়োগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো স্যাটে। কিন্তু স্যাট ২০১২ সালে সেটিকে কোর্টে পাঠায়। ২০১৬ সালের হাই কোর্টের তৎকালীন বিচাপতির বেঞ্চ পর্্যবেক্ষণ দিয়ে মামলাটি পুনরায় স্যাটে পাঠায়। স্যাট এদিন হাইকোর্টের রায় পর্যবেক্ষণ করে তাঁর ওপরেই রায় দিয়েছে। যেখানে বলা হয়েছে, ২০১০ সালে নিয়ম ভেঙ্গে যে ৬১৪ জনকে নিয়োগ করা হয়েছে, তাদের প্রত্যেককে ৮ সপ্তাহের মধ্যে বরখাস্ত করতে হবে। এছাড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল এও জানিয়েছে, যে সিলেকশন বোর্ড এই ৬১৪ জনকে বাছাই করেছিল তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে হবে। উল্লেখ্য, এসএসসি দুর্নীতির মধ্যে বাম জমানার এই দুর্নীতি সামনে এসে বামফ্রন্টকে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ানোর সুযোগ থেকে বঞ্ছিত করলো তা বলার অপেক্ষা রাখে না।
Tags:
#Source: online/Digital/Social Media News # Representative Image
দুর্নীতি
রাজ্য