#Pravati Sangbad Digital Desk:
রাজ্যের এসএসসি মামলা নিয়ে টানাপোড়েন লেগেই রয়েছে, একাধিকবার প্যানেল বাতিলও করেছে কোলকাতা হাইকোর্ট তবুও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই এসএসসি মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভি ওয়েট নেতৃত্বের যার মধ্যে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও, আর এবার নিয়োগ দুর্নীতি মামলাই নাম জড়াল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায়ের। জানা গিয়েছে কল্যাণ গঙ্গোপাধ্যায়ের নামে এসএসসি গ্রুপ সি এর দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মাধ্যমিক শিক্ষা পর্ষদের পাশাপাশি কল্যাণ গঙ্গোপাধ্যায় রাজ্যের এসএসসি গ্রুপ সি উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন, কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ আরও চার জন উপদেষ্টার নামে এফআইআর দায়ের করেছে সিবিআই্ তাদের মধ্যে রয়েছেন সৌমিত্র সাহা, অশোক সাহা, এসপি সিনহা এবং কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ আরও একজন।
সূত্রের খবর অনুযায়ী অপরাধের অভিসন্ধি, জালিয়াতি, ষড়যন্ত্র, প্রতারণা ধারায় মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। ইতিমধ্যেই কোলকাতা হাইকোর্ট এসএসসি চাকুরি প্রার্থীদের মধ্যে অনেক প্রার্থীকেই বরখাস্ত করার নির্দেশ দিয়েছে, কারণ তারা সকলেই বেআইনি ভাবে চাকরিতে যোগ দিয়েছিলো, সেই সাথে অনেকের নাম প্যানেলের অনেক পেছনে থাকা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিল কোলকাতা হাইকোর্ট। সম্প্রতি কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ বাকি ৪ জন সদস্যের নামে অভিযোগ যে তারা বেআইনি ভাবে নিয়োগ করিয়েছেন, প্রার্থীদের মধ্যে অনেকেরই নাম তালিকার মধ্যে নেই, কারোর নাম থাকলেও তারা পরীক্ষায় উত্তীর্ণ নয়। অন্যদিকে কল্যাণ গঙ্গোপাধ্যায়ের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদের মেয়াদ শেষ হয়েছিল ২১ শে জুন, তার ওপর ওঠা অভিযোগের ওপর ভিত্তি করে পর্ষদের নতুন সভাপতি করা হল রামানুজ গঙ্গোপাধ্যায়কে।