Flash News
Monday, September 22, 2025

গরমের ছুটির মধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি!! বিপাকে শিক্ষকরা

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে। তারমধ্যেই একদিনে প্রায় ১,০০০ জন শিক্ষকের বদলির আবেদনে ছাড়পত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, আটটি কর্মদিবসের মধ্যে ওই শিক্ষকদের নয়া স্কুলে যোগ দিতে বলা হয়েছে। ছুটির মধ্যেই ‘তাড়াহুড়ো’ করা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলি, যদিও পর্ষদের দাবি, নিয়ম মেনেই বদলি করা হয়েছে। রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনেক শিক্ষক বদলির আবেদন করেছেন। সূত্রের খবর, ছুটির মধ্যে আবেদনকারী ১,০০০ জনের বেশি শিক্ষকের বদলির আবেদনে ছাড়পত্র দিয়েছে পর্ষদ। আটটি কর্মদিবসের মধ্যে ওই শিক্ষকদের নয়া স্কুলে যোগ দিতে বলা হয়েছে। কতদিনের মধ্যে পুরনো স্কুল ছাড়তে হবে, তাও স্পষ্ট করে দিয়েছে পর্ষদ।
সূত্রের খবর, পাঁচটি কর্মদিবসের মধ্যে ওই শিক্ষকদের পুরনো স্কুল ছাড়তে বলা হয়েছে; নয়া স্কুলে যোগ দেওয়ার জন্য তিনদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষক সংগঠনের একাংশের বক্তব্য, এখন তো স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে। আগামী ২৬শেজুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সেই পরিস্থিতিতে কেন ‘তাড়াহুড়ো’ করে শিক্ষকদের বদলি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলি। 
উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের কাছে ঘোষপুর জুনিয়র হাইস্কুলের একজন বলেন, “স্কুল সার্ভিস কমিশনের  কাছ থেকে ‘রেকমেন্ডেশন লেটার’ বা সুপারিশপত্র আসে ১১ মে। ১৩ মে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসে নতুন স্কুলের নিয়োগপত্র। বলা হয়, পাঁচ দিনের মধ্যে নতুন স্কুলে যোগ দিতে হবে। কিন্তু জেলা শিক্ষা দফতরের অনুমতি মিলছে না। নতুন স্কুলে যোগ দিতে না-পারায় এক মাসের বেতনও কেটে নিতে পারে বলে শুনছি।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News