Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিরোধী রাষ্ট্রপতি পদ প্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

আঁচটা আগেই পাওয়া গেছিলো। আজ ৩.৩০টে নাগাদ সেই জল্পনাতে শিলমোহর দিলেন জয়রাম রমেশ। এদিন ১৮ দলের মিলিত আলোচনার পরে যশবন্ত সিনহার নাম গৃহীত হয়। আপ এবং টি আর এস এই প্রস্তাবকে সমর্থন করেছে। ২৭শে জুন ১১.৩০ নাগাদ মনোনয়নপত্র জমা দেবেন সিনহা। উল্লেখ্য শরদ পাওয়ার, ফারুখ আব্দুল্লাহ পরে গোপাল কৃষ্ণ গান্ধী-ও বিরোধী দলের হয়ে রাষ্ট্রপতি পদে লড়বেন না বলে জানান। তারপরে তড়িঘড়ি  বৈঠক করে বিরোধী শিবির সেখানে যশবন্ত সিনহার নাম উঠে আসে। এর কিছু পরেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃনমূল থেকে পদত্যাগ করলে তখনই আঁচ পাওয়া গেছিল যে তিনিই হচ্ছেন আগত রাষ্ট্রপতি ভোটের বিরোধী প্রার্থী। প্রসঙ্গত, এনডিএ জোট এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও, সম্ভবত, আজকের মধ্যেই প্রার্থী ঘোষণা করবে বলে সূত্রের খবর। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক
Related News