#Pravati Sangbad Digital Desk:
১৯৭৮ সালের অমিতাভ বচ্চন অভিনীত “ডন” হোক কিংবা ২০০৬ সালে শাহরুখ খান অভিনীত “ডন” দুই ডনের অভিনয়ে বারবার প্রেমে পড়েছে সিনেমা প্রেমী মানুষ, একজন বলিউডের শাহেনশাহ অ্যাংরি ইয়ং ম্যান অন্য জন বাদশাহ কিং অফ রোমান্স । দর্শক কোনোদিন তাদের খালি হাতে ফেরায়নি, নিজেদের সব টুকু উজার করে দিয়েছে। তবে সম্প্রতি বিগ বি এর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। পোস্টটিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন তার ডন ছবির পোস্টারে সই করছেন এবং তার দিকে তাকিয়ে রয়েছে শাহরুখ। ইতিমধ্যেই ২০১১ সালে মুক্তি পেয়েছে “ডন ২”, তাতেও অভিনয় করেছেন শাহরুখ খান। স্বাভাবিক ভাবেই দর্শকদের প্রত্যাশা কবে আসবে “ডন ৩”।
বিগ বি-র এই পোস্ট দেখার পরে অনেকেই মনে করছেন তাহলে হয়তো কিছু বছরের মধ্যেই আসতে চলেছে “ডন ৩”, আর তাতে দেখা যাবে দুই ডনকেই। ফারহান আখতার পরিচালিত ২০০৬ সালের ডন এবং ২০১১ সালের ডন ২ এই দুই সিনেমাই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল, অনেকেই বলছেন তাহলে এবার ডন ৩ হয়তো আবার আসতে চলেছে ফারহান আখতার এর হাত ধরেই। যদিও এই ব্যাপারে এখনও অমিতাভ বচ্চন বা শাহরুখ খান কেউই মুখ খোলেননি। অন্যদিকে ফারহান আখতার এখন তার “জি লে জারা” ছবির শুটিং-এ ব্যাস্ত রয়েছেন, এই ছবিতে ডন এর নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া সহ ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্ট রয়েছেন বলে জানা গিয়েছে। জল্পনার এখানেই শেষ নয়, ডন প্রেমীরা মনে করছেন ফারহান তার “জি লে জারা” ছবির শুটিং শেষ করেই “ডন ৩” এর শুটিং শুরু করবেন।