#Pravati Sangbad Digital Desk:
অগ্নিপথ নিয়ে সারা দেশ তোলপাড়। দেশজুড়ে চলছে দাঙ্গা-হাঙ্গামা, ঠিক তখনই বড়োসড়ো ঘোষণা করলেন মাহিন্দ্রা গ্রুপের প্রধান আনন্দ মাহিন্দ্রা। উল্লেখ্য, বিক্ষোভ-আন্দোলনের মধ্যেই অগ্নিপথ প্রকল্পে সেনা নিয়োগের ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। আন্দোলন থামিয়ে যুব সমাজকে তৈরি হতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। তারমধ্যে ২০শে মে সকালে টুইট করে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, অগ্নিপথের মাধ্যমে দক্ষ ও সুশৃঙ্খল অগ্নিবীরদের তাঁর সংস্থায় নিয়োগ করা হবে। তবে এখনো পর্যন্ত ্মাহিন্দ্রা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়নি দক্ষ অগ্নিবীরদের কোন পদে নিয়োগ করা হবে। যত সময় যাচ্ছে, ততই অগ্নিপথ প্রকল্প ঘিরে বিতর্ক বাড়ছে। কার্যত প্রশ্ন উঠেছে, অগ্নিপথ প্রকল্পে যুক্ত অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে, আর সেই ভবিষ্যৎ নিয়ে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের আগাম ঘোষণা কার্যত যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
শিল্পপতি আরো জানান, কর্পোরেট জগতে অগ্নিবীরদের কর্মসংস্থানের সম্ভাবনা বিশাল। তাঁদের নেতৃত্বদানের ক্ষমতা, শারীরিক সক্ষমতা, দলবদ্ধ ভাবে কাজ করার অভ্যাস যে কোনও ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দেবে। তাঁর সংস্থা তো বটেই, অন্যান্য বেসরকারি সংস্থাতেও অগ্নিবীররা কাজ পাওয়ার যোগ্য বলে মত আনন্দ মাহিন্দ্রার।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের মনোনীত সদস্য হিসেবে অতি সম্প্রতিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বোর্ডে জায়গা পেয়েছেন আনন্দ।মহিন্দ্রা গ্রুপেও ‘অগ্নিবীর’দের জন্য তেমন বন্দোবস্ত করা হচ্ছে কিনা, প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকে। তবে এখনও কিছু খোলসা করেননি আনন্দ।
ভাইরাল হওয়া তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যে জোর বিতর্ক হয়েছে দেশের রাজনীতিতে। কংগ্রেস থেকে আম আদমি পার্টি ও একহাত নিয়েছে গেরুয়া শিবিরকে। যদিও এক বর্ষীয়ান বিজেপি নেতা জানিয়েছেন, তাঁর বক্তব্য বিকৃত করা হচ্ছে। এদিকে দেশজুড়ে প্রবল বিক্ষোভ। তার মাঝেই নিয়োগের কথা ঘোষণা করলেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান।