Flash News
  1. ফের দিল্লিতে বিস্ফোরণ ! দিল্লি সহ চার জায়গায় বিস্ফোরণের ছক ছিল
Friday, November 14, 2025

প্রেসিডেন্ট ভোটে জয়ী হয়েও পার্লামেন্টে অপ্রত্যাশিতভাবে সংখ্যা গরিষ্ঠতা হারালেন ইমানুয়েল ম্যাক্রোঁ

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

ফরাসী নির্বাচনে অপ্রত্যাশিত ভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে এই ঘটনায় ফরাসী রাজনীতিতে টালমাটাল অবস্থার সম্মুখীন হয়েছে ফ্রান্স। আজকে জাতীয় নির্বাচনে প্রেসিডেন্টের দলের জোট ২৪৫টি আসন পায়। অপরদিকে কম্যুনিস্ট এবং পরিবেশপন্থী জোট “নিউফ” ১৩১টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এরই সঙ্গে অন্যান্য বামদল ২২টি আসন পেয়েছে। যার ফলে বৃহত্তর বাম জোট মোট ১৫৩টি আসন পেয়ে পরিষদে শক্তিশালী বিরোধীদল হিসেবে নিজেদের প্রকাশ করেছে। উল্লেখ্য, ম্যাক্রোঁ জোটকে ৫৭৭টি আসনের  মধ্যে ২৮৯টি আসনসংখ্যা হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারত। কিন্তু সেই সংখ্যায় না পৌঁছানোর দরুন জাতীয় আইনসভায় প্রতিটি বিল পাস করতে ইমানুয়েল জোটকে প্রবল বেগ পেতে হবে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদেশ রাজনৈতিক আন্তর্জাতিক
Related News