Flash News
Monday, September 22, 2025

অগ্নিপথ প্রকল্পঃ শনিবারও বাতিল বেশ কয়েকটি ট্রেন

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

কেন্দ্রের চুক্তি ভিত্তিক নয়া প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। রাস্তা অবরোধের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের জেরে বৃহস্পতি ও শুক্রবারের পরে শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে পূর্ব-মধ্য রেল মন্ত্রক।  রেলের তরফ থেকে বাতিল ট্রেনের তালিকাটি হল-
আসানসোল- গয়া এক্সপ্রেস, আসানসোল- বারাণসী এক্সপ্রেস, কোলকাতা- জম্মুতাওয়াই এক্সপ্রেস, হাওড়া- দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া- পাটনা জনশতাব্দি এক্সপ্রেস, বাঁকা- রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন- নিউদিল্লি এক্সপ্রেস, ভাগলপুর- আনন্দবিহারী গরিব রথ এক্সপ্রেস। 
তবে রেলের তরফ থেকে বলা হয়েছে এই এক্সপ্রেস ছাড়া আরও বেশ কয়েকটি এক্সপ্রেস বেলা বাড়লে বাতিল হতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ দেশ রাজনৈতিক রাজ্য
Related News