Flash News
Monday, September 22, 2025

কোচবিহার জেলার উচ্চমাধ্যমিক পাশদের জন্য সুখবর, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির অধীনে ৩১ পদে নিয়োগ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

 এবার সুযোগ কোচবিহার জেলার উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য । কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে জেলার উচ্চমাধ্যমিক পাশদের জন্য ৩১টি শূন্য পদে নিয়োগ করবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। তবে সেক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
শূন্য পদগুলির মধ্যে রয়েছে পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এপিডেমিওলজিস্ট, ডেটা ম্যানেজার, স্টাফ নার্স তাছাড়া মেডিক্যাল অফিসার সহ বেশ কিছু পদে নিয়োগ করবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। আবেদনকারীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমেই, তবে ২৩শে জুনের মধ্যেই আবেদন করতে হবে।  http://coochbehar.nic.in  জেলা স্বাস্থ্য দপ্তরের এই ওয়েব সাইটেই মিলবে আবেদন করার অপশন এবং যাবতীয় তথ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীর পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজনীয়। অনলাইনে আবেদন করার পর কম্পিউটার স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন স্লিপ আসবে, সেটি প্রিন্ট করে আবেদনকারীদের নিজেদের কাছে রেখে দিতে হবে, এবং পরে ২৫শে জুনের মধ্যে ওই নির্দিষ্ট রেজিস্ট্রেশন স্লিপ নিয়ে তার সাথে আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং এসসি, এসটি কিংবা ওবিসি সম্প্রদায় ভুক্ত হলে সেক্ষেত্রে ৫০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।

এখন দেখে নেওয়া যাক আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি কি কি, আবেদনকারীর রঙিন ফটো, উচ্চমকাধ্যমিক পাশ সার্টিফিকেট, স্নাতক পাশদের জন্য স্নাতক পাশ সার্টিফিকেট, বয়সের প্রমাণ পত্র যদি বয়সের প্রমাণ পত্র না থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিড কার্ডের কপি জমা দিতে হবে। তাছাড়া পূর্বে কাজের অভিজ্ঞতার শংসাপত্র, এসসি এসটি কিংবা ওবিসি সম্প্রদায়ের মধ্যে হলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রমাণ পত্র এবং প্রিন্ট করা রেজিস্ট্রেশন স্লিপের সাথে আবেদনের ফি সহ পাঠিয়ে দিতে হবে CMOH & Secretary, Dist Health & Family welfare Samiti, Coachbihar, Lalbagh, Debibari Road এই নির্দিষ্ট ঠিকানায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি রাজ্য
Related News