Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আজ পিতৃ দিবস!! জানেন কী কেন এই দিন পালন করা হয়!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

"পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরমং তপঃ, পিতরী প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা" সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র জপে বাবাকে স্বর্গজ্ঞান করে শ্রদ্ধা করেন। পিতা সন্তানের মাথার ওপর বটবৃক্ষের ছায়ার মতো, যার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। জন্ম থেকেই সন্তানের  হাত পিতারা সবসময় আঁকড়ে ধরে থাকেন। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা এবং যার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু  সেই বাবার প্রতি সম্মান জানাতে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস।
জুন মাসের তৃতীয় রবিবার, মানেই দেশজুড়ে পালিত হচ্ছে পিতৃ দিবস বা ফাদার্স ডে । গতকাল ঘড়ির কাঁটা ১২ টা পেরোতেই সোশ্যাল মিডিয়া জুড়ে উদযাপিত হচ্ছে এই দিনটি। সকলেই নিজের বাবার সঙ্গে ছবি দিচ্ছেন, লিখছেন নিজেদের প্রিয় অভিজ্ঞতার কথা। এমনকি গুগল ডুডলও এই দিনটি স্মরণ করছে। মার্কিন মুলুকে প্রথম এই দিনটি পালন করা হয়। বিশ্বের ৮৭ টি দেশে জুন মাসের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালিত হয়। কিন্তু এই দিনটা নিয়ে আছে অনেক গল্প, অনেক জল্পনা, অনেক বিতর্ক। ইতিহাসের পাতায় এই দিনটা নিয়ে নানান ব্যাখ্যা আছে। কবে প্রথম ফাদার্স ডে পালন করে হয়েছিল তা নিয়ে তর্ক চলতেই পারে। মা-বাবার জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। আমাদের জীবনে প্রতিটা দিনই তাঁদের জন্য। ১৯১০ সালে ওয়াশিংটনে প্রথম পালন করা হয় এই দিন। তবে এই ফাদার্স ডে এর নেপথ্যে রয়েছেন সোনোরা স্মার্ট ডড নাম্নী একজন মহিলা। সোনোরা খুব কম বয়সে তাঁর মাকে হারান, এদিকে সোনোরার বাবা ছিলেন পেশায় সৈনিক। খুব কষ্ট করেই বিপত্নীক মানুষটি তাঁর ছেলে মেয়েদের মানুষ করেন। আর তাই বাবাকে সম্মান জানাতেই সোনোরা ও তাঁর ভাইবোনেরা ঠিক করেন জাঁকজমক করে এই দিনটি পালন করতেই হবে। এরপর তাঁরা গির্জা ও স্থানীয় প্রশাসনের দ্নারস্থ হন। এরপর তাঁদের উদ্যোগেই প্রথম পালিত হয় ফাদার্স ডে। তবে সোনোরা চেয়েছিলেন ৫ জুন তাঁর বাবার জন্মদিনের দিনটি বাবাদের দিবস হিসেবে পালন করতে। কিন্তু শেষপর্যন্ত তা না হয়ে জুনের তৃতীয় রবিবারকেই তাঁরা বেছে নেন। 
তবে শোনা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় পালন করা হয় ফাদার্স ডে। যদিও এই দিনটির কথা তিনি জানতেন না বলেই জানিয়েছেন কিন্তু ফাদার্স ডে যাতে সরকারি স্বীকৃতি পায় এবং যাতে এই দিন ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় তাঁর জন্য প্রচার চালিয়ে গিয়েছেন সোনোরা। শেষপর্যন্ত অনেক টাবলাহানার পর ১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন ফাদার্স ডে-কে ছুটির দিন হিসাবে ঘোষণা করেন। ১৯৭০ সালে মার্কিন কংগ্রেস রীতিমতো সরকারি নির্দেশ জারি করে জানায়, প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালিত হবে। ওইদিন সবকটি সরকারি দফতরে উড়বে মার্কিন পতাকা, আয়োজন করা হবে বিবিধ অনুষ্ঠানের। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জমানায় রাষ্ট্রীয় উদ্যোগে পিতৃদিবস উদযাপন শুরু হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আজকের দিনে
Related News