Flash News
Monday, September 22, 2025

বাংলা এবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk :

 “মোদের গরব মোদের আশা  আ মরি বাংলা ভাষা
 তোমার কোলে তোমার বোলে কতই শান্তি ভালবাসা”
অতুল প্রসাদ সেনের এই কবিতাটির এই দুটি লাইন যেন আমাদের অস্থিমজ্জায় নিমজ্জিত হয়ে গেছে। মাতৃভূমি,মাতৃভাষা সবসময় কাছের এবং নিজের,সে যত দূর প্রবাসেই থাকুক না কেন। এ ভাষায় আছে ঘরে ফেরার টান ,আছে খেজুর রসের গন্ধ ,আছে ভাটিয়ালির সুর , আছে ভাদু-টুসুর তাল, আছে ধামসা-মাদলের লয়, আছে সোনায় মোড়া কাঞ্চন-জঙ্ঘার গাম্ভীর্য, আছে গঙ্গাসাগর মোহানার দ্রুতি, আছে গঙ্গা-পদ্মা-মেঘনার মিষ্টতা। আর এবার সেই শান্তি,সেই ভরসা ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক স্তরে। বিস্ময়ে সারা বিশ্ব দেখুক বাংলার জয়যাত্রা।
একটি ঘোষণা যা বাংলা ও বাঙালির ভাষা ও সংস্কৃতির জন্য গৌরব সূচীত করছে। জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস এবার বাংলা ভাষাকে মান্যতা দিল ,তাদের অফিশিয়াল ইনফরমেশন সিস্টেমের সঙ্গে যুক্ত করে। এবার থেকে তাদের দাপ্তরিক তথ্য প্রকাশিত হবে বাংলাতেও। ভারত দ্বারা বিজ্ঞাপিত মাল্টিলিঙ্গুয়ালিসম বা বহুভাষাবাদ ইউনাইটেড নেশন’স জেনারেল অ্যাসেম্বলি কর্তৃক গৃহীত হয়েছে এবং বাংলা ব্যাতীত যে কটি ভাষা এর অন্তর্ভুক্ত হয়েছে,তাদের মধ্যে আছে উর্দু এবং হিন্দি( ভারত থেকে প্রাদেশিক ক্ষেত্রে); এবং বৈদেশিক ভাষাগুলির মধ্যে আছে সোয়াহিলি,পারসিক এবং পর্তুগীজ ভাষা। জাতি সংঘের ছয়টি অফিশিয়াল ভাষা হলঃ ইংরাজি,রুশ,স্পেনীয়,চৈনিক,আরব্য এবং ফরাসি ভাষা; প্রাদেশিক ভাষাগুলির  সংযোজন যে  তথ্য পরিবেশনা কে আরও বেশি প্রাতিষ্ঠানিক এবং প্রাণবন্ত করে তুলবে, এমনটাই বক্তব্য নিউ-ইয়র্কে জাতিসংঘের ভারতীয় প্রতিনিধি শ্রী টি.এস.তিরুমূর্তির। তিনি আরও বলেন “বহুভাষাবাদ হল জাতিসংঘের মূল নীতি ও মূল্যবোধের ভিত্তি”,সঙ্গে তিনি সেক্রেটারি জেনারেল শ্রী অ্যান্টনিও গেটারেসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভাষার সংহতি কে প্রাধান্য দেওয়ার জন্য।
বিবিধের মাঝে মহান মিলনকে স্বাগত জানিয়েছে ভারত। মাটির টান ,জন্মভূমির সুবাস ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদেশ আন্তর্জাতিক
Related News