Flash News
Monday, September 22, 2025

লোনের দরকার? এবার পেয়ে যাবেন আধার কার্ড থেকেই

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

জরুরী ভিত্তিতে হোক বা ঘরবাড়ি তৈরি লোন আজকাল খুবই গুরুত্বপূর্ণ। তবে সবাই ছাড়পত্র পায় না লোন পাওয়ার জন্য এবং লোন প্রক্রিয়া সম্পন্ন করতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয় একজন গ্রাহক কে। কিন্তু এবার হয়ত কিছুটা হলেও মিটতে চলেছে এ সমশ্যা,হবে আধার কার্ডে মুশকিল আসান। যা জন্মের প্রমাণপত্র থেকে শুরু করে ব্যাংকের খাতে হোক শিক্ষাক্ষেত্রে বা চাকরিক্ষেত্রে অপরিহার্য এই প্রমানপত্র এখন লোন পাওয়ার পথও। আধার কার্ডের দ্বারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা শহর আরো বিভিন্ন ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে, এই পদ্ধতির মাধ্যমে এসব ব্যাঙ্ক গুলিতে পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারে গ্রাহকরা।
আধার কার্ডের দ্বারা কোন ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার যে পদ্ধতি তা হল
প্রথমে ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে এবং তারপরে ওই অফিশিয়াল ওয়েবসাইটে মোবাইল অ্যাপের দ্বারাই পার্সোনাল  লোন এর জন্য আবেদন করতে হবে।
এরপর ওই ব্যাংকের সাথে যুক্ত যে ফোন নাম্বার সেটিতে ওটিপি আসবে।
এখানেই পার্সোনাল লোন এর অপশনটি বেছে নিতে হবে।
এরপর সঠিকভাবে আবেদনকারী গ্রাহককে তার ঠিকানা ,জন্ম তারি্‌খ , ঋণের পরিমাণ সহ আরো বিভিন্ন তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
কিন্তু এত কিছুর পরে যেটি মূল বিষয় তা হল ক্রেডিট স্কোর। শুধুমাত্র আধার কার্ড থাকলেই যে এই লোন মিলবে এমনটা নয় এর জন্য থাকতে হবে 750 এর বেশি ক্রেডিট স্কোর। এই পরিমান ক্রেডিট স্কোর থাকলেই বিভিন্ন সুবিধা যুক্ত উপায়ে লোন পেতে পারবে গ্রাহকেরা। এই ধরনের ক্রেডিট স্কোর থাকলে অনেক কম সুদে ঋণ দেয় ব্যাংকগুলি। তাই পার্সোনাল লোনে করার আগে অবশ্যই নিজেদের ক্রেডিট স্কোর জেনে নেওয়া দরকার কারণ এতে রেটিং কম থাকলে কোনভাবেই ঋণের জন্য আবেদন করা যাবে না এবং সেটি অ্যাপ্রুভ করা হবেনা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News